এক্সপ্লোর
Advertisement

(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথমবার যৌথভাবে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস পালন ভারতীয় ও চিনা সেনার

1/8

এদিনই দুদেশের সামরিক বাহিনীর মধ্যে বর্ডার পার্সোনেল মিটিংও হয়।
2/8

পাশাপাশি, দুদেশের সেনার মধ্যেও বোঝাপড়া উন্নত হবে।
3/8

সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে এধরনের যৌথ উদ্যোগ ভীষণই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা।
4/8

প্রসঙ্গত, এই প্রথমবার দুদেশের সেনার মধ্যে এমন অভিনব উদ্যোগের আয়োজন করা হয়।
5/8

মূলত দুজায়গায় এই অনুষ্ঠান হয়। একটি সিকিমের নাথু লা এবং দ্বিতীয়টি অরুনাচল প্রদেশের বুমলা ও ওয়াচা-দামাই অঞ্চল।
6/8

তেমনই, দেশের পূর্ব সীমান্তে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চিনা সেনার ৭০ সদস্য এবং ৩০ নাগরিক ভারতীয় সেনার সঙ্গে যৌথ উদ্যোগে যোগ দিবস পালন করেন।
7/8

দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন সামরিক বাহিনীও প্রবল প্রতিকূল পরিস্থিতিকে তোয়াক্কা না করে মেতে ওঠে যোগ দিবস পালনে।
8/8

শুক্রবার ছিল পঞ্চম আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস। সারা দেশে বিপুল উৎসাহের সঙ্গে দিবস পালন করা হয়।
Published at : 21 Jun 2019 07:12 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
