এক্সপ্লোর
রিলায়েন্স জিও-র নয়া অফার: জিওফাই হটস্পট ৭৯৯ টাকায় কিনলে মিলবে ২৩০০ টাকার বাড়তি সুবিধা
1/4

জিও তাদের গ্রাহকদের একের পর এক অফার দিয়েই চলেছে। সেই মতো এবার জিওফাই-তেও মিলছে বড় ছাড়। রিলায়েন্স জিও-র পোর্টেবল ওয়াই-ফাই হটস্পট জিওফাই এবার ৭৯৯ টাকায় পাওয়া যাবে। কোম্পানির ওয়েবসাইটে নতুন দাম সম্পর্কে জানানো হয়েছে।
2/4

কোম্পানির ওয়েবাসাইটে জিওফাই-এর ব্যানার দিয়ে লেখা হয়েছে যে, এবার গ্রাহক জিওফাই হটস্পট ৭৯৯ টাকার ইফেক্টেটিভ মূল্যে কিনতে পারবেন। সেই সঙ্গে কোম্পানি ২৩০০ টাকার অতিরিক্ত ভাউচারও দিচ্ছে। এই ভাউচার কোম্পানি পেটিএম, রিলায়েন্স ডিজিটাল ও অজিও কুপন হিসেবে দেবে।
Published at : 02 Apr 2018 04:01 PM (IST)
View More






















