এক্সপ্লোর
এবার মোবাইলে অ্যাপের মাধ্যমে কাটা যাবে লোকাল ট্রেনের টিকিট?
1/6

নয়া পরিষেবা মুম্বইয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাল, ঠানে, চার্চগেট, দাদর,আন্ধেরির মতো প্রধান প্রধান স্টেশনে চালু হচ্ছে বলে জানা গেছে। তা সফর হলে পরে সারা দেশের অন্যান্য জায়গাতেও এই সুবিধা দেওয়া হবে।
2/6

এ ধরনের পরিষেবা আগেও শুরু হয়েছিল। সেক্ষেত্রেও যাত্রীর মোবাইলে টিকিট কোড পাওয়া যেত। এই কোড স্টেশনে ভেন্ডিং মেশিনে দিলে টিকিটের প্রিন্ট আউট বেরিয়ে আসত। কিন্তু এই পরিষেবা পুরোপুরি সফল না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়। ছবি-গুগল ফ্রি ইমেজ
Published at : 13 Jul 2018 06:49 PM (IST)
Tags :
Local TrainView More





















