নয়া পরিষেবা মুম্বইয়ে ছত্রপতি শিবাজী টার্মিনাল, ঠানে, চার্চগেট, দাদর,আন্ধেরির মতো প্রধান প্রধান স্টেশনে চালু হচ্ছে বলে জানা গেছে। তা সফর হলে পরে সারা দেশের অন্যান্য জায়গাতেও এই সুবিধা দেওয়া হবে।
2/6
এ ধরনের পরিষেবা আগেও শুরু হয়েছিল। সেক্ষেত্রেও যাত্রীর মোবাইলে টিকিট কোড পাওয়া যেত। এই কোড স্টেশনে ভেন্ডিং মেশিনে দিলে টিকিটের প্রিন্ট আউট বেরিয়ে আসত। কিন্তু এই পরিষেবা পুরোপুরি সফল না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়। ছবি-গুগল ফ্রি ইমেজ
3/6
মোবাইলে টিকিট বুকিং করে রেল স্টেশনে এর প্রিন্ট আউট নিতে হবে। স্টেশনে ওসিআর মেশিনে কিউআর কোড স্ক্যান করাতে হবে। এরপর টিকিটের প্রিন্ট আউট বেরিয়ে আসবে। ছবি-গুগল ফ্রি ইমেজ
4/6
মোবাইলে লোকাল ট্রেনের টিকিট টাকতে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপ থেকেই যাত্রী তাঁর টিকিটের কিউআর কোড পাবেন। ছবি-গুগল ফ্রি ইমেজ
5/6
এ ব্যাপারে শীঘ্রই রেলের নয়া পরিষেবা শুরু হতে চলেছে। এই পরিষেবায় যাত্রীরা তাঁদের মোবাইলের মাধ্যমে সহজেই লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন।ছবি-গুগল ফ্রি ইমেজ
6/6
লোকাল ট্রেনের টিকিট অনলাইন বা মোবাইলে কাটা যায় না। লোকাল ট্রেনের টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়াতে হয়। অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে। ছবি-গুগল ফ্রি ইমেজ