এক্সপ্লোর
কেরল জুড়ে নিপা আতঙ্ক, বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের জন্যে কতটা নিরাপদ এই রাজ্য, জেনে নিন
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154916/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/9
![এরমধ্যেই কেরলের কোঝিকোড় এবং মালাপুরাম জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক আরও ১৯।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24162004/kerala-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরমধ্যেই কেরলের কোঝিকোড় এবং মালাপুরাম জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক আরও ১৯।
2/9
![কেরল জুড়ে এখন নিপা ভাইরাসের আতঙ্ক। ভগবানের দেশ বলে পরিচিত কেরল পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ভ্রমণকেন্দ্র। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কতটা নিরাপদ কেরল, কী বলছে সেখানকার প্রশাসন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154921/kerala.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেরল জুড়ে এখন নিপা ভাইরাসের আতঙ্ক। ভগবানের দেশ বলে পরিচিত কেরল পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় ভ্রমণকেন্দ্র। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কতটা নিরাপদ কেরল, কী বলছে সেখানকার প্রশাসন
3/9
![রাজ্যের স্বাস্থ্য সচিব রাজীব সদানন্দন জানিয়েছেন, আগামীকাল সেখানে একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করতে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154832/images.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজ্যের স্বাস্থ্য সচিব রাজীব সদানন্দন জানিয়েছেন, আগামীকাল সেখানে একটি সর্বদলীয় বৈঠকও ডাকা হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করতে।
4/9
![কেরল যাওয়া যেতেই পারে বেড়াতে। কিন্তু সেখানকার রাজ্য সরকার উত্তর কেরলের চারটি জায়গা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে আপাতত। সেই চার জায়গার মধ্যে রয়েছে কোঝিকোড়, মালাপুরাম, ওয়েনাড এবং কান্নুর।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154737/index.php_.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেরল যাওয়া যেতেই পারে বেড়াতে। কিন্তু সেখানকার রাজ্য সরকার উত্তর কেরলের চারটি জায়গা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে আপাতত। সেই চার জায়গার মধ্যে রয়েছে কোঝিকোড়, মালাপুরাম, ওয়েনাড এবং কান্নুর।
5/9
![ওই সমস্ত ভ্রমণ সংস্থার দাবি, নিপা ছড়িয়েছে উত্তর কেরলে। পর্যটকরা মূলত আসে দক্ষিণ কেরলে। তবে যেহেতু এটা গরমের সময়, তাই এই সময় পর্যটক খুব একটা এখানে আসে না।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154729/index.php-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ওই সমস্ত ভ্রমণ সংস্থার দাবি, নিপা ছড়িয়েছে উত্তর কেরলে। পর্যটকরা মূলত আসে দক্ষিণ কেরলে। তবে যেহেতু এটা গরমের সময়, তাই এই সময় পর্যটক খুব একটা এখানে আসে না।
6/9
![বিভিন্ন পর্যটন সংস্থার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেরলে ঘুরতে আসার পরিকল্পনা থাকলেও, কেউ সেভাবে বাতিল করেননি। পরিস্থিতি জানতে চাইছেন পর্যটকরা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154724/index.php-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিভিন্ন পর্যটন সংস্থার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কেরলে ঘুরতে আসার পরিকল্পনা থাকলেও, কেউ সেভাবে বাতিল করেননি। পরিস্থিতি জানতে চাইছেন পর্যটকরা।
7/9
![নিপা আক্রান্ত এলাকাগুলো হল চানগারোথ, কুরাচুঁদ, কট্টুর, চেরুভান্নুর, চেকিয়াদচাক্কিটাপাড়া এবং ওলাভানা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154719/index.php-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিপা আক্রান্ত এলাকাগুলো হল চানগারোথ, কুরাচুঁদ, কট্টুর, চেরুভান্নুর, চেকিয়াদচাক্কিটাপাড়া এবং ওলাভানা।
8/9
![এদিকে কোঝিকোড়, যেখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি, সেখানে আপাতত সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং সামার ক্যাম্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা শাসক।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154714/index.php-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিকে কোঝিকোড়, যেখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি, সেখানে আপাতত সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং সামার ক্যাম্প বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা শাসক।
9/9
![একজন নিপা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ওয়েনাড জেলাতেও। প্রত্যেকেরই বিভিন্ন হাসপাতালে চিকিতসা চলছে। তৈরি করা হয়েছে আলাদা করে নিপা আক্রান্তদের রাখার ওয়ার্ডও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24154709/index.php-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একজন নিপা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ওয়েনাড জেলাতেও। প্রত্যেকেরই বিভিন্ন হাসপাতালে চিকিতসা চলছে। তৈরি করা হয়েছে আলাদা করে নিপা আক্রান্তদের রাখার ওয়ার্ডও
Published at : 24 May 2018 04:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)