এক্সপ্লোর
কথা রাখলেন রাহুল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তাঁর জাপানি মার্শাল আর্ট আইকিডো অনুশীলনের ছবি
1/4

বক্সার বিজেন্দ্র তখন রাহুলকে তাঁর খেলার ভিডিও লোকজনকে অনুপ্রাণিত করতে পোস্ট করার কথা বলেন। এর উত্তরে রাহুল জানান, তিনি তা করবেন। সেই কথা রাখলেন রাহুল। রাহুলের আইকিডো অনুশীলনের ছবিটিতে অনেক লাইক পড়েছে। রি-ট্যুইটও হয়েছে। (সমস্ত ছবিগুলি কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া)
2/4

অলিম্পিকে মেডেল জয়ী বিজেন্দ্র সিংহ ওই বিজনেস ইভেন্টে বলেন, নেতাদের খুব কমই খেলায় যোগ দিতে বা প্রচার করতে দেখা যায়। এর জবাবে রাহুল বলেছিলেন, আমি আইকিডোতে ব্ল্যাক বেল্ট..কিন্তু আমি প্রকাশ্যে এসব বলি না। আমি প্রতিদিন ঘন্টাখানের খেলাধূলো করি। তবে স্বীকার করছি, গত তিন-মাস খুব একটা খেলার সুযোগ পাইনি।
Published at : 01 Nov 2017 01:27 PM (IST)
Tags :
Rahul GandhiView More






















