বার্গান্ডি রেড-এর পাশাপাশি এই মডেলের মিডনাইট ব্ল্যাক, ম্যাপেল গোল্ড এবং অর্কিড গ্রে রঙের ভেরিয়েন্টও রয়েছে।
2/7
রয়েছে ৮ মেগাপিক্সেল অটো-ফোকাস ফ্রন্ট ক্যামেরা।
3/7
সংস্থা জানিয়েছে, নতুন ফোনটি ওয়াটার ও ডাস্ট-প্রুফ। ফোনে রয়েছে ডুয়াল-এজ ইনফিনিটি ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা যাতে রয়েছে মাল্টি-ফ্রেম প্রোসেসিং এবং ইমেজ স্ট্যাবিলাইজেশন।
4/7
স্যামসাঙ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আদিত্য বব্বর জানান, গ্যালাক্সি এস৮-এর বার্গান্ডি রেড ভার্সান ব্যবহারকারীদের নিজস্ব স্টাইল প্রদর্শন করতে সক্ষম হবে।
5/7
এই ফোনটি রিটেল দোকান থেকে কেনা হলে, ক্রেতাদের ১০ হাজার টাকা পেটিএম ক্যাশব্যাক দেওয়া হবে।
6/7
আগামী ১৩ এপ্রিল থেকে এই ফোনটি পাওয়া যাবে। এই ফোন কেনায় বিশেষ অফারও দিয়েছে স্যামসাঙ।
7/7
বিশ্বখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা স্যমসাঙ সোমবার গতবছরে আত্মপ্রকাশ করা ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮-এর বার্গান্ডি রঙের ভেরিয়েন্ট প্রকাশ করল। এই ভেরিয়েন্টের দাম ৪৯,৯৯০ টাকা।