এর আগে দঙ্গল-এ অভিনয় করা কাশ্মীরের মেয়ে জাইরা ওয়াসিম যখন সোস্যাল মিডিয়ায় ট্রোলড হন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি ট্যুইট করেন, আমাদের সমাজটা দেখে মনে হয়, আজও মেয়েরা ছেলেদের সমান হয়ে উঠতে পারল না!
2/6
তিনি লিখেছেন, আগে এমন ঘটনা বারবার হওয়া রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। বুলেট ট্রেন বা রেলের নিত্যনতুন প্রকল্প পরে নিলেও হবে।রেল নিরাপত্তার বর্তমান বেহাল দশা না ঘুচাতে পারলে বুলেট ট্রেন বা নতুন নতুন প্রকল্প নিয়ে এসে কীসের লাভ?
3/6
ট্যুইটারে এই প্রাক্তন টেস্ট ক্রিকেটার লিখেছেন, গত ৪ বছরে ৩৩০টির বেশি অমূল্য জীবন শেষ হয়ে গিয়েছে ২৪৯টির বেশি রেল দুর্ঘটনায়। স্রেফ ক্ষতিপূরণে এই লোকসান পুষিয়ে দেওয়া যায় না।
4/6
সোস্যাল মিডিয়ায় নানা বিষয়ে নিজের ভাবনাচিন্তা জানাতে অভ্যস্ত গৌতম গম্ভীর কুনেরুর দুর্ঘটনায় তীব্র ক্ষোভ জানালেন।
5/6
গত ৩ মাসে এই তৃতীয় বড় মাপের ট্রেন দুর্ঘটনায় নানা মহল থেকে যাত্রী সুরক্ষার হাল নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
6/6
অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের কুনেরু স্টেশনে কয়েকদিন আগের এক রাতে জগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। মারা যান ৩৯ জন, জখম হন প্রায় ৫০ জন যাত্রী।