এক্সপ্লোর
ভারতে এল ‘অ্যাপাচে গার্ডিয়ান’ চপার, কেন একে সমীহ করে বিশ্ব, কী এর বিশেষত্ব?
1/10

বিশেষজ্ঞদের মতে, এটি হল বিশ্বের অন্যতম সর্বাধুনিক মাল্টি-রোল কমব্যাট হেলিকপ্টার। মার্কিন সামরিক বাহিনী এই কপ্টারই ব্যবহার করে। ভারতীয় বায়ুসেনা যে মডেলের কপ্টার কিনেছে, সেটাই সর্বাধুনিক। এই মডেল চালকবিহীন বিমানকেও ধ্বংস করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, একটি পাক সীমান্ত লাগোয়া পঞ্জাবের পাঠানকোট ও অন্যটি চিন সীমান্ত লাগোয়া অসমের জোরহাটে দুটি স্কোয়াড্রনে ভাগ করে অ্যাপাচেগুলি রাখা হবে।
2/10

দিন হোক বা রাত, পার্বত্য হোক বা মরু-অঞ্চল, গ্রীষ্ম হোক বা বর্ষা-- যে কোনও আবহাওয়া, যে কোনও পরিবেশে কাজ করতে সক্ষম অ্যাপাচে। এই চপার কিছুতেই পিছিয়ে আসে না। সর্বোপরি, এই কপ্টারের রক্ষণাবেক্ষণও অত্যন্ত সহজ বলেও দাবি নির্মাতাদের। তাদের মতে, ‘অন-ফিল্ড মেনটেন্যান্স’-- অর্থাৎ রণাঙ্গণেই এই কপ্টারের মেরামত করা সম্ভব।
Published at : 03 Sep 2019 08:10 PM (IST)
View More


















