LIVE update: আলিপুর কোর্টে শুনানি শেষ, স্থগিত রায়দান
LIVE
Background
কলকাতা: রাজীব কুমারকে ফের সিআরপিসি ১৬০ ধারায় নোটিস সিবিআইয়ের। রাজীব কুমারকে হাজিরা দিতে নোটিস।
আজ রাজীব কুমারের সন্ধানে আলিপুরের আইপিএস মেস ও পার্ক স্ট্রিটের আইপিএস কোর্য়াটারে যায় সিবিআই। দুপুর দুটো নাগাদ আলিপুরের আইপিএস মেসে যান চার জন সিবিআই অফিসার। আধ ঘণ্টা ভিতরে থাকার পর বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। সংবাদমাধ্যমের সামনে তাঁরা কিছু বলতে চাননি। এই দলে ছিলেন দু’জন ডিএসপি ও একজন এএসপি পদমর্যাদার অফিসার। অন্যদিকে, এদিন পার্ক স্ট্রিটের আইপিএস কোর্য়াটারেও পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে ছিলেন ৩-৪ জন অফিসার। প্রায় ৪৫ মিনিট ভিতরে থাকার পর বেরিয়ে যান তাঁরা। সূত্রের খবর, ৪টি দলে ভাগ হয়ে রাজীব কুমারের খোঁজ চালাচ্ছে সিবিআই অফিসার।
সারদাকাণ্ডে রাজীব কুমারের সন্ধান পেতে আজ ফের রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেয় সিবিআই। খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে। সিবিআই সূত্রে খবর, কোন ফোন নম্বরে রাজীবের সঙ্গে যোগাযোগ করা যায়? তিনি এখন কোন নম্বর ব্যবহার করছেন? তা জানতে চেয়ে বুধবার সিবিআইয়ের তরফে ডিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। কোন ফোন নম্বরে রাজীবকে পাওয়া যাবে, তদন্তের স্বার্থে তা সিবিআইকে জানানো হোক। ডিজিপিকে চিঠিতে উল্লেখ, খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে