Asthma Effects On Mouth: অ্যাজ়মার কারণে ক্ষয়ে যাচ্ছে দাঁত-মাড়ি ? কী করবেন ?
Tooth And Gum Decay For Asthma: অ্যাজ়মার জেরে দাঁত ও মাড়ির নানা রোগ হতে পারে। এই সমস্যাগুলি সামাল দিতে কী করতে হবে ?
Tooth And Gum Decay For Asthma: আগামী ৭ মে বিশ্ব অ্যাজ়মা দিবস। গরমকালে নানা কারণে অ্যাজমার সমস্যা বেড়ে যায়। আবার অ্যাজমার কারণে শরীরের অন্যান্য অঙ্গেরও নানা রোগ হতে পারে। যেমন ধরা যাক মুখের। মুখের ভিতরে বেশ কিছু রোগ ঘটায় অ্যাজমা। এর মধ্যে একদিকে যেমন রয়েছে ব্যাকটেরিয়ার সমস্যা, অন্যদিকে রয়েছে দাঁতের ক্ষয়। মুখের কী কী সমস্যা হতে পারে অ্যাজ়মা থেকে ? জেনে নেওয়া যাক বিশদে।
অ্যাজ়মা থেকে মুখের কী কী সমস্যা ?
- মুখে ব্যাকটেরিয়া বাড়ে - মুখের মধ্য়ে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যেতে পারে অ্যাজ়মার কারণে। কারণ অ্যাজ়মাতে শ্বাসনালিপথ ছোট হয়ে যায়। এর ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। এর জেরে শ্বাসনালি শুকিয়ে যায়। শুকিয়ে যায় মুখও। তাই অ্যাজ়মা থেকে মুখের ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়।
- দাঁতের ক্ষয় - অ্যাজ়মার কারণে মুখে স্যালাইভা অর্থাৎ লালার ক্ষরণ কমে যায়। এর জরে দাঁতের ফাঁকে জীবাণু বাসা বাঁধে। যা থেকে দাঁত ক্ষয়ে যেতে পারে।
- ইনহেলার থেকে সমস্যা - ঘন ঘন ইনহেলার ব্যবহার করতে হয় অ্যাজ়মা রোগীরা। এর মধ্যে কর্টিকোস্টেরয়েড থাকে। এই স্টেরয়েডটি মুখের মধ্যে ছত্রাক সংক্রমণ ঘটাতে পারে।
- কর্টিকোস্টেরয়েডের আরও ভূমিকা - কর্টিকোস্টেরয়েডের জেরে স্যালাইভা অর্থাৎ লালার উৎপাদন কমে যায়। যার ফলেও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে।
- মাড়ির সমস্যা - জীবাণুর কারণে দাঁতের পাশাপাশি মাড়ির সমস্যাও দেখা দিতে পারে।
- শ্বাসের দুর্গন্ধ - জীবাণুর কারণেই শ্বাসে দুর্গন্ধ হতে থাকে। অনেকেই এই সমস্যায় অহরহ ভোগেন।
মুখের সমস্যা সামাল দেওয়ার উপায় ?
মুখের দুর্গন্ধ থেকে দাঁত ও মাড়ির ক্ষয় আটকাতে হলে অ্যাজ়মা রোগীদের বেশ কিছু পরামর্শ মেনে চলা জরুরি। বিশেষজ্ঞদের মতে, এগুলি সমস্যা নির্মূল করতে না পারলেও অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারে।
- অ্যাজ়মার ওষুধ ঠিকমতো খাওয়া, ইনহেলার নেওয়াই প্রথম ধাপ। কারণ এগুলি করলে অ্যাজ়মার সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়। ফলে মুখের সমস্যাও ততটা ভোগায় না।
- মুখের প্রতি বেশি যত্ন নিতেহবে। দিনে দুবার দাঁত ব্রাশ, মুখ ধোওয়া, জিভ পরিষ্কার করার মতো কাজগুলি নিয়ম মেনে করতে হবে।
- ইনহেলার ব্যবহার করার পর মুখ নিয়ম করে ধুতে হবে। এতে কর্টিকোস্টেরয়েড থেকে ছত্রাক সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Sunflower Oil Cooking Benefits: চাঁদিফাটা গরমে সূর্যমুখী তেলের রান্না খেলে উপকার ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )