এক্সপ্লোর
Kitchen Hygiene Tips: রাতভর বেসিনে ফেলে রাখেন থালাবাসন? বিপদ ডেকে আনছেন নিজেই, প্রাণঘাতী রোগ বাসা বাঁধতে পারে শরীরে
Health Tips: অনেক বাড়িতেই এমন রীতি রয়েছে। কিন্তু ঘোর বিপদ হতে পারে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

খাওয়াদাওয়া মিটলে সঙ্গে সঙ্গে বাসন মাজার চল নেই অনেক বাড়িতেই। থালা-বাসন বেসিনে ভিজিয়ে রেখে বিশ্রাম নিই আমরা। পরে সেই বাসন মেজে নিই।
2/11

কিন্তু বেসিনে থালা-বাসন ভিজিয়ে রাখা, বিশেষ করে রাতভর থালাবাসন ভিজিয়ে রেখে সকালে মেজে নেওয়ার অভ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। এতে রান্নাঘরের বেসিন আসলে ব্যাকটিরিয়ার আঁতুড়ঘর হয়ে ওঠে বলে সতর্ক করছেন তাঁরা।
Published at : 30 Dec 2025 01:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















