Anant-Radhika Engagement: হবু পুত্রবধূকে কীভাবে অম্বানি বাড়িতে স্বাগত জানানো হল? দেখুন ভিডিও
Anant Radhika Engagement Updates: সামনে এসেছে ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে হবু পুত্রবধূ রাধিকাকে স্বাগত জানানো হচ্ছে অম্বানি বাড়িতে। গোল ধন সেরিমনির মাধ্যমে রাধিকাকে বরণ করে নিচ্ছেন নীতা অম্বানি।
![Anant-Radhika Engagement: হবু পুত্রবধূকে কীভাবে অম্বানি বাড়িতে স্বাগত জানানো হল? দেখুন ভিডিও beautiful video of ambani family as they welcomes radhika merchant, know in details Anant-Radhika Engagement: হবু পুত্রবধূকে কীভাবে অম্বানি বাড়িতে স্বাগত জানানো হল? দেখুন ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/747ac27fb8a43ad61e5d0afc7efcb7e41674198804344214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল অনন্ত অম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বাগদান। অম্বানি পরিবারের মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলাতে বসেছিল বাগদানের আসর। দেশের নামী দামী সমস্ত তারকারা উপস্থিত ছিলেন সেখানে। শাহরুখ খান, সলমন খান থেকে বলিউডে তারকারা উপস্থিত ছিলেন। সস্ত্রীক হাজির থাকতে দেখা যায় সচিন তেন্ডুলকরকে। সম্প্রতি সামনে এসেছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে হবু পুত্রবধূ রাধিকাকে স্বাগত জানানো হচ্ছে অম্বানি বাড়িতে। গোল ধন সেরিমনির মাধ্যমে রাধিকাকে বরণ করে নিচ্ছেন নীতা অম্বানি (Nita Ambani)।
রাধিকা মার্চেন্টকে কীভাবে অম্বানি বাড়িতে বরণ করে নেওয়া হল?
সম্প্রতি সামনে এসেছে একটি ভিডিও। পাপারাৎজ্জিদের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ভিডিওতে দেখা যাচ্ছে গোল ধন সেরিমনি হচ্ছে মুকেশ অম্বানির বাড়িতে। এটি গুজরাতি হিন্দু পরিবারের একটি অনুষ্ঠান। যা বিয়ের আগে করা হয়ে থাকে। পরিবারে পূত্রবধূকে এই অনুষ্ঠানের মাধ্যমেই স্বাগত জানানো হয়। নেট দুনিয়ায় পোস্ট হয়েছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বহু ছবি ও ভিডিও। দুই পরিবারের সদস্যরা উৎসবে মেতে রয়েছেন। রাজকীয় কায়দায় বাগদান সম্পন্ন হল তাঁদের। রাধিকার পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা। অন্যদিকে, অনন্তের পরনে ছিল নীল রঙের পোশাক।
">
আরও পড়ুন - Salman Khan: অনন্ত-রাধিকার বাগদানে ভাগ্নির সঙ্গে এলেন সলমন
প্রসঙ্গত, অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গেল রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে সলমন খান ও আরও অনেক তারকাকে। সবুজ কার্পেটে তাঁরা ক্যামেরায় পোজ দিলেন।
">
">
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)