এক্সপ্লোর
Advertisement
আজ একাদশী, ব্রত পালনে কী কী খাবার এড়িয়ে চলা হয়?
অনেকে সারাদিন জল পর্যন্ত খান না। যদিও সেই নিয়মের কড়াকড়ি এখন প্রায় অতীত।
কলকাতা: দুর্গাপুজো শেষ। আজ একাদশী তিথি। এই তিথিতে কেউ কেউ নিরম্বু উপবাস রাখেন। বিধবাদের মধ্যে একাদশী পালনের রীতি থাকলেও যে কেউ একাদশী পালন করতে পারেন। আজ কী কী নিয়ম মাথায় রাখা হয় ?
কোনওকিছু বাধ্যতামূলক না হলেও, একাদশী যাঁরা পালন করেন, তাঁরা কয়েকটি বিষয় মেনে চলেন। যেমন -
- অনেকে সারাদিন জল পর্যন্ত খান না। যদিও সেই নিয়মের কড়াকড়ি এখন প্রায় অতীত।
- সারাদিন ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খেয়ে থাকেন অনেকেই।
- এড়িয়ে চলা হয় চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি ধানজাত খাবার।
- কারও কারও মতে, গম থেকে তৈরি জিনিসও না খাওয়া ভাল। যেমন, আটা, ময়দা, সুজি, পাঁউরুটি ইত্যাদি।
- যদিও এগুলি প্রচলিত বিধি। বৈজ্ঞানিক কোনও ব্যাখ্যা জানা যায় না।
- অনেকে খান না যব বা ভূট্টা জাতীয় খাদ্যও।
- মুগ, মাসকলাই, খেসারি, মুসুরী, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও সিমও অনেকে খান না।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
শিক্ষা
আইপিএল
Advertisement