Facebook 20th birthday: বিশে পা ফেসবুকের, প্রিয় প্ল্যাটফর্ম নিয়ে এই মজার গল্পগুলি জানেন ?
Facebook Interesting Facts: দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে এল ফেসবুক। প্রিয় প্ল্যাটফর্ম নিয়ে এই মজার তথ্যগুলি কি জানেন ?
কলকাতা: ২০০৪ সালের গোড়ার দিকে কম্পিউটারের সামনে বসে আছে একটি ছেলে। ৪ ফেব্রুয়ারি একটি সোশ্যাল মিডিয়া সাইট শুরু করেছে সে। নাম ফেসবুক। কিন্তু এর ভবিষ্যত কী তা অবশ্য তখনও কেউ আন্দাজ করতে পারেননি। আজ ২০২৪ সালের ফেসবুক সারা বিশ্বের কাছে একটি জনপ্রিয় সমাজমাধ্যম। সাধারণ মতপ্রকাশ,বন্ধুবান্ধবদের সঙ্গে যুক্ত থাকা ছাড়াও ফেসবুকের কাজ ব্যাপক। মতামত তৈরি, খবর পরিবেশন ও প্রচুর ব্যবসায়িক কাজে ফেসবুক ব্যবহার করা হচ্ছে।
মার্কের স্মৃতিচারণ
বাস্তবের সমান্তরালে একটি ভার্চুয়াল দুনিয়ার খোঁজ দিয়েছে এই সমাজমাধ্যম। গতকাল সেই অ্যাপটিরই জন্মদিন ছিল। আর সেই উপলক্ষেই ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ। তাতে একটি ছবিতে ২০ বছর আগের মার্ককে দেখা যায়। আরেকটিতে দেখা যায় আজকের মেটা কর্তাকে। জুকারবার্গ পোস্টের নিচে লেখেন, ‘২০ বছর আগে এই জিনিসটা লঞ্চ করা হয়েছিল। আর আজও সেখানেই কাজ করে চলেছি। এর মধ্যে অসাধারণ ব্যক্তিরা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে।’
ফেসবুকের এই তথ্যগুলি কি জানেন ?
দীর্ঘ ২০ বছরে বেশ কিছু রেকর্ড সেট করেছে এই সমাজমাধ্যমটি। দেখতে দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার পাশাপাশি নানা চমকের কারণ হয়েছে। কী সেগুলি ? দেখে নেওয়া যাক।
- অনলাইন স্টুডেন্ট ডাইরেক্টরি - হার্ভার্ডের পড়ুয়াদের জন্যই খোলা হয়েছিল ফেসবুক। এতে কারা সেখানে পড়ছেন, তা দেখা যেত। কেউ চাইলে নিজের বন্ধুর বন্ধুর প্রোফাইল দেখতে পারতেন। একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরির চেষ্টা ছিল শুরুর দিকে।
- ফেসম্যাশ - প্রথমেই ফেসবুক নয়। ফেসম্যাশ নামের একটি সাইট শুরু করেন মার্ক। সেখানে হার্ভার্ডের সুন্দর ও হ্যান্ডসামদের প্রোফাইল থাকত। ফলে কিছু দিন পরেই সাইটটি অন্য কাজে ব্যবহার হতে শুরু করে। হার্ভার্ড কর্তৃপক্ষ জানতে পেরেই সেটি বন্ধ করে দেন। এমনকি মার্ককে বার করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
- তৃতীয় স্থানে ফেসবুক - সারা বিশ্বের মধ্যে সাইট হিসেবে জনপ্রিয়তার নিরিখে তৃতীয় ফেসবুক। প্রথম স্থানে রয়েছে গুগল। দ্বিতীয় স্থানে রয়েছে ইউটিউব।
- শুরুতেই আইনি জট - ফেসবুক শুরুর সময়েই আইনি জটে পড়ে যান মার্ক জুকারবার্গ। কারণ বাকি তিন উদ্যোক্তা দিব্যা নরেন্দ্র, ক্যামেরন উইংকলবস ও টাইলার উইংকলবস মার্কের বিরুদ্ধে ভাবনা চুরির অভিযোগ আনেন।
- মেয়েরাই বেশি ব্যবহার করে - সম্প্রতি পিউ-এর একটি সমীক্ষা বলছে, ছেলেরা নয়, মেয়েরাই বেশি ব্যবহার করে এই অ্যাপ। ব্যবহারকারীদের ৭৫ শতাংশ মহিলা ও ৬৩ শতাংশ পুরুষ।
আরও পড়ুন - Valentine's Week 2024: ভ্যালেনটাইনস উইক কি প্রেমের ‘রামধনু’ ? কোন দিনে কোন ‘রং’
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )