এক্সপ্লোর
পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বক থেকে সরায় বয়সের ছাপ! জেনে নিন কী রূপচর্চায় জনপ্রিয় 'গুয়ে-শা' পদ্ধতি আসলে কী!
রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় 'গুয়ে-শা' পদ্ধতি। বিশেষ চিনা পদ্ধতি ত্বককে মসৃণ করতে ও লালভাব দূর করতে বেশ উপকারী। এই পদ্ধতির বিশেষত্ব হল এখানে প্রচুর পরিমাণে অন্যান্য প্রসাধনী দ্রব্যের ব্যবহার হয় না। কেবলমাত্র বিশেষ পদ্ধতিতে ম্যাসাজ করে ও কিছু বিশেষ সামগ্রীর ব্যবহার করে মুখ, ঘাড়, গলা ও কাঁধের যত্ন করা হয়। নির্মূল করা হয় ত্বকের ব্ল্যাকহেডস ও রেডনেস। আসুন দেখে নেওয়া যাক কী এই বিশেষ পদ্ধতি ও কী কী এর উপকারিতা।

কলকাতা: রূপচর্চায় বর্তমানে বেশ জনপ্রিয় 'গুয়ে-শা' পদ্ধতি। বিশেষ চিনা পদ্ধতি ত্বককে মসৃণ করতে ও লালভাব দূর করতে বেশ উপকারী। এই পদ্ধতির বিশেষত্ব হল এখানে প্রচুর পরিমাণে অন্যান্য প্রসাধনী দ্রব্যের ব্যবহার হয় না। কেবলমাত্র বিশেষ পদ্ধতিতে ম্যাসাজ করে ও কিছু বিশেষ সামগ্রীর ব্যবহার করে মুখ, ঘাড়, গলা ও কাঁধের যত্ন করা হয়। নির্মূল করা হয় ত্বকের ব্ল্যাকহেডস ও রেডনেস। আসুন দেখে নেওয়া যাক কী এই বিশেষ পদ্ধতি ও কী কী এর উপকারিতা।
'গুয়ে-শা' পদ্ধতিতে ব্যবহার করা হয় একটিই ম্যাসাজের জেল। সাধারণক আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরী হয় এই জেল। তবে ত্বকের ধাত বুঝে জেলের প্রকারভেদ হতে পারে। এছাড়া ব্যবহার করা হয় ক্রিস্টাল, পশুর শিং ও হাড় থেকে তৈরি কিছু বিশেষ আকারের মসৃণ পাথর জাতীয় জিনিস। বিশেষ পদ্ধতিতে ম্যাসাজ করে বার করে আনা হয় ত্বকের বর্জ্য পদার্থ। আসলে কী কী করে 'গুয়ে-শা' পদ্ধতি!
- ত্বকের বর্জ্য পদার্থ বার করে
- দূর করে বয়সের চিহ্ন
- ডার্ক সার্কেল থেকে মুক্তি
- পার্শ্বপ্রতিক্রিয়া নেই
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
