Dry Hair Problem: এক সপ্তাহেই দূর হবে চুলের রুক্ষভাব, ভরসা বাড়িতে তৈরি হেয়ার-মাস্ক
Hair Care Tips: হাতে সময় না থাকলে শুধু নারকেল তেল এবং মধু দিয়েও তৈরি করে নিতে পারবেন হেয়ার মাস্ক। দুই চা-চামচ নারকেল তেলের সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে নিন ভাল করে। তারপর এই মিশ্রণ চুলে লাগিয়ে নিন।
Dry Hair Problem: চুলের রুক্ষ-শুষ্ক ভাব (Dry Freez Hair) দূর করতে ভরসা রাখুন হেয়ার মাস্কে (Hair Mask)। বাড়িতেই তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। সহজ কয়েকটি উপকরণ দিয়েই এইসব হেয়ার মাস্ক তৈরি করা যাবে। চুলে শুধু তেল ম্যাসাজ করলেই রুক্ষ, শুষ্কভাব দূর হবে না। সঠিক ভাবে পরিচর্যা (Hair Care Tips) না করলে চুলের রুক্ষ, শুষ্কভাব দূর করা বেশ সমস্যার। সারাবছর কীভাবে চুলের পরিচর্যা করলে রুক্ষ, শুষ্কভাব সহজে দূর করতে পারবেন দেখে নিন একনজরে।
বাড়িতে তৈরি বিভিন্ন হেয়ার মাস্কের সাহায্যেই হবে সমস্যার সমাধান
- অ্যাভোকাডো, মধু এবং ডিমের কুসুম দিয়ে তৈরি করে নিন হেয়ার মাস্ক। পাকা অ্যাভোকাডো ভালভাবে চটকে একটা কাচের পাত্র নিয়ে নিন। এর সঙ্গে মিশিয়ে দিন বড় এক চা-চামচ মধু এবং একটা ডিমের কুসুম। ভালভাবে সমস্ত উপকরণ মিশিয়ে যে হেয়ার মাস্ক তৈরি হবে তা স্নানের আগে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জলে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। সালফারহীন হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করতে পারলে ভাল।
- হাতে সময় না থাকলে শুধু নারকেল তেল এবং মধু দিয়েও তৈরি করে নিতে পারবেন হেয়ার মাস্ক। দুই চা-চামচ নারকেল তেলের সঙ্গে এক চা-চামচ মধু মিশিয়ে নিন ভাল করে। তারপর এই মিশ্রণ চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু থেকে তিনবার এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তফাত নিজেই বুঝতে পারবেন।
- অ্যালোভেরা জেল যে চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ, তা তো সকলেই জানেন। অ্যালোভেরা জেলের সঙ্গে অলিভ অয়েল ভালভাবে মিশিয়ে তৈরি করে নিন একটি হেয়ার মাস্ক। চুলে এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রেখে হাল্কা ধরনের শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এই হেয়ার মাস্ক আপনার চুল মোলায়েম রাখবে, জেল্লা বাড়াবে, রুক্ষ-শুষ্কভাব দূর করবে, চুলের লালচে ভাবও দূর করবে।
- একটা পাকা কলা ভাল করে চটকে নিন। তার মধ্যে মিশিয়ে দিন হাফ কাপ টকদই। দুটো উপকরণ ভালভাবে মিশিয়ে নিয়ে চুলের লাগিয়ে নিন। এই মিশ্রণ চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।
- টকদইয়ের মধ্যে একটা ডিম দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। সহজে তৈরি হয়ে যাবে এই হেয়ার মাস্ক। চুলে ব্যবহার করলে পাবেন অনেক উপকার। এই মিশ্রণ চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে ভালভাবে ধুয়ে নিন।
আরও পড়ুন- উজ্জ্বল-মোলায়েম ত্বকের রহস্য লুকিয়ে এই ৫ খাবারে, আপনি খাচ্ছেন তো?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।