এক্সপ্লোর
Hair Spa Benefits: চুলের বিভিন্ন ধরনের পরিচর্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী? বাড়িতে এই যত্ন কীভাবে সম্ভব?
Hair Care Tips: হেয়ার স্পা করলে চুলে সঠিক মাত্রায় পুষ্টির জোগান পাওয়া যায়। তাই চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চাইলে কিন্তু মাঝে মাঝে চুলে স্পা করতে হবে।

ছবি সূত্র- পিক্সেলস
Source : Pexels
Hair Spa Benefits: চুলের সঠিক ভাবে যত্ন না করলে কিন্তু সমস্যা বাড়বেই। সবসময় চুলের পরিচর্যার জন্য যে স্যাঁলোতে যেতে হবে, তা কিন্তু নয়। বাড়িতে বসেও খুব সহজেই আপনি চুলের সঠিক ভাবে যত্ন করতে পারেন। চুলের বিভিন্ন ধরনের পরিচর্যার মধ্যে স্পা করা অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী পদ্ধতি। চুলে স্পা করা খুবই জরুরি। বাড়িতে স্পা করলে, মাসে অন্তত ২ বার স্পা করার চেষ্টা করুন চুলে। ঘরোয়া উপকরণ দিয়ে চুলে স্পা করলে সপ্তাহে একবারও করা যায়।
চুলে স্পা করা কেন প্রয়োজনীয়, জেনে নিন
- বিভিন্ন ঘরোয়া উপকরণ দিয়ে চুলে স্পা করা যায়। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কাঁচা ডিম, লেবুর রস, মধু, অলিভ অয়েল। তবে এগুলো একসঙ্গে ব্যবহার করবেন না কিন্তু। তাহলে চুল নষ্ট হয়ে যাবে।
- চুলে স্পা করলে সবার আগে চোখে পড়বে যেটা, তা হল চুল চকচকে থাকবে। অর্থাৎ চুলের জেল্লা বজায় থাকবে। চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতেও হেয়ার স্পা করতে পারেন। হেয়ার স্পা করলে চুল নরম, মোলায়েম থাকবে। চুল হাইড্রেটেড থাকবে।
- চুল মজবুত করতে স্পা করলে ভীষণ ভাবে কাজে দেবে। অর্থাৎ হেয়ার স্পা করলে চুলের গঠন মজবুত হবে। চুলের গোড়া শক্ত করতে কাজে লাগে হেয়ার স্পা করার অভ্যাস। এর ফলে চুল পড়ার সমস্যা কমবে।
- হেয়ার স্পা করলে চুলে সঠিক মাত্রায় পুষ্টির জোগান পাওয়া যায়। তাই চুলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে চাইলে কিন্তু মাঝে মাঝে চুলে স্পা করতে হবে।
- হেয়ার স্পা নিয়মিত করতে পারলে খুশকির সমস্যাও দূর হবে। তাই যাঁদের খুব খুশকির সমস্যা রয়েছে, তাঁরা মাঝে মাঝে হেয়ার স্পা করুন। বাড়িতে হেয়ার স্পা প্যাক বানালে তার মধ্যে মিশিয়ে নিন লেবুর রস বা আমলকির রস। খুশকি দূর করতে দারুণ কাজে লাগে এই দুই উপকরণ।
- হেয়ার ফলিকলগুলির মুখ উন্মুক্ত করতে, হেয়ার ফলিকলগুলিকে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দিতে এবং নতুন চুল গজাতে কাজে লাগে হেয়ার স্পা করার অভ্যাস।
- চুলের লালচে রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে, চুলে ভালভাবে ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করে হেয়ার স্পা করার অভ্যাস। তাই মাঝে মাঝে হেয়ার স্পা করা উচিত। এর ফলে নতুন চুলের বৃদ্ধিও হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















