COVID-19 Vaccine: জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন, একটি ওষুধে ছাড়পত্র কেন্দ্রের
Coronavirus: ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ।
নয়াদিল্লি: দেশে বাড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য আরও দু’টি ভ্যাকসিন ও একটি ওষুধে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য ট্যুইট করে জানিয়েছেন, ‘অভিনন্দন ভারত। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী করার জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একদিনে তিনটি অনুমোদন দিয়েছে। কোরবিভ্যাক্স ভ্যাকসিন, কোভাভ্যাক্স ভ্যাকসিন এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মলনিউপিরাভির ব্যবহারের অনুমোদন দেওয়া হল।’
এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে।
ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।
গতকালই কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে কোভাভ্যাক্স ও কোরবিভ্যাক্স ভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দেয় সাবজেক্ট এক্সপার্ট কমিটি। জরুরি ভিত্তিতে সীমিতভাবে ব্যবহারের জন্য করোনার ওষুধ মলনিউপিরাভির ব্যবহারেও অনুমোদন দেয় সাবজেক্ট এক্সপার্ট কমিটি। করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং বেশি ঝুঁকি যাঁদের আছে, তাঁদেরই এই ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ভারতে ইতিমধ্যেই করোনার ৬টি অন্য ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। সেগুলি হল সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন কোভ্যাক্সিন, জাইডাস ক্যাডিলার তৈরি জাইকভ-ডি, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন মডার্না ও জনসন অ্যান্ড জনসন। এবার আরও দু’টি ভ্যাকসিন অনুমোদন পেল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )