COVID-19 Update: দেশে ফের হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যু
Coronavirus: সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৫৮ হাজার ১৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৯ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার ৬৬০। চিনে করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।
নয়াদিল্লি: দেশে কোভিড-গ্রাফের ওঠানামা চলছেই। ফের দৈনিক সংক্রমণ হাজার পার। বাড়ল মৃত্যুর সংখ্যাও।
বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৫। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৮।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার ৯২৫।
প্রায় ২ বছর পর সোমবার দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে নামে। স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯১৩।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৭১ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৪৮৭। দেশে এখন সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। দৈনিক করোনা আক্রান্তের হার ০.২৩ শতাংশ। দেশে এখন সক্রিয় করোনা আক্রান্ত ১১,৮৭১ জন। দেশের বেশিরভাগ রাজ্যেই করোনা আক্রান্তের হার কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের ছবিটা। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে বেশি।
চিনে করোনার চতুর্থ ঢেউ
দীর্ঘ প্রায় দু'বছর করোনার করাল গ্রাসে বিপর্যস্ত মানব জীবন। বর্তমানে পরিস্থিতি অনেকখানি নিয়ন্ত্রনে আসায় সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। চিনে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকদের কপালে। বাড়ানো হয়েছে টিকাকরণের সংখ্যা। জোরকদমে চলছে বুস্টার ডোজের প্রক্রিয়া। চিন থেকে ভারতে নতুন করে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )