Enteromix Cancer Vaccine: একেবারে চুপসে যাচ্ছে টিউমার, আটকে যাচ্ছে বৃদ্ধিও, ক্যান্সারের টিকা আবিষ্কার করেই ফেলল রাশিয়া, বিনামূল্যে দেওয়া হবে শীঘ্র
Cancer Vaccine Breakthrough: mRNA প্রযুক্তি নির্ভর ক্যান্সার টিকা তৈরি করেছে রাশিয়া।

নয়াদিল্লি: মারণরোগের সঙ্গে যুঝছে গোটা পৃথিবী। সেই আবহেই বড় ঘোষণা রাশিয়ার বিজ্ঞানীদের। জানালেন, ক্যান্সারের টিকা তৈরি করে ফেলেছেন তাঁরা, যা মারণরোগে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের জন্য তৈরি। রাশিয়ার ফেডাব়্যাল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) এই ঘোষণা করেছে। ইস্টার্ন ইকনমিক ফোরাম-কে নিজেদের সাফল্যের কথা জানালেন FMBA-র প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা। বিনামূল্যে রোগীদের এই টিকা দেওয়া হবে। (Enteromix Cancer Vaccine)
mRNA প্রযুক্তি নির্ভর ক্যান্সার টিকা তৈরি করেছে রাশিয়া। নোভেল করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছিল রাশিয়া, তাও একই প্রযুক্তিতে তৈরি করা হয়। mRNA টিকা শরীরে কোষগুলিকে প্রোটিন উৎপাদন করতে শেখায়, যার দ্বারা ক্যান্সারের কোষগুলিকে ঠেকানো সম্ভব হয়ে ওঠে। রাশিয়া তাদের ক্যান্সার টিকার নাম রেখেছে Enteromix. (Cancer Vaccine Breakthrough)
FMBA-র প্রধান ভেরোনিকা জানিয়েছেন, বহু বছরের গবেষণার ফসল এই টিকা। এমনকি মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের আগেও তিন বছর গবেষণা হয়। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী, বার বার প্রয়োগেও কোনও বিপদ নেই। এই টিকা একেবারে নিরাপদ এবং কার্যকারিতাও অনেক বেশি। কিছু ক্ষেত্রে ক্যান্সারের টিউমার একেবারে চুপসে যায়, কোনও ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি ৬০ থেকে ৮০ শতাংশ শ্লথ হয়ে যায়। তবে ক্যান্সারের ধরনের উপর এই হার নির্ভর করে।
⚡️ Russia’s REVOLUTIONARY cancer vaccine READY for use — FMBA chief Skvortsova
— RT (@RT_com) September 6, 2025
‘Last 3 years… have PROVEN safety of vaccine, including with repeated multiple use, and high efficacy’ — Federal Medical-Biological Agency
The Russian shot REDUCES tumor size and SLOWS their growth pic.twitter.com/aRjm9hEISY
রুশ বিজ্ঞানীদের দাবি, যাঁদের উপর এখনও পর্যন্ত টিকা প্রয়োগ করা হয়েছে, তাঁদের পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রথমেই কোলোরেক্টাল ক্যান্সার রোগ নিরাময়ে এই টিকা প্রয়োগ করা হবে, যা হল বৃহদান্ত্রের ক্যান্সার। পাশাপাশি, গ্লিওব্লাস্টোমা, যা কি না মস্তষ্কের দ্রুত বর্ধনশীল ক্যান্সার, তার উপর টিকার প্রয়োগ হবে। ত্বকের ক্যান্সার মেলানোমা, অকুলার মেলানোমা, যা চোখের ক্ষতি করে, তার উপরও প্রয়োগ করা হবে Enteromix টিকা।
রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে Enteromix টিকা ১০০ শতাংশ কার্যকর। ফলে ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্তের উন্মোচন হল বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন ক্যান্সারের চিকিৎসা বলতে কেমোথেরাপি, রেডিয়েশনই বুঝতেন সকলে, যাতে শরীর যুঝতে পারে না অধিকাংশ সময়ই। রুশ বিজ্ঞানীদের দাবি Enteromix শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়েই ক্যান্সারের কোষকে শনাক্ত এবং ধ্বংস করে। তাদের এই ঘোষণায় সাড়া পড়ে গিয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















