Holi 2022: রঙের উৎসবে শিশুদের সুরক্ষিত রাখতে যেগুলো অবশ্যই মেনে চলবেন
উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শিশুদের রাখতে হবে চোখে চোখে। এই বিশেষ উৎসবে শিশুদের সুরক্ষিত রাখতে যে যে পদ্ধতিগুলো মেনে চলা দরকার, তা জেনে নেওয়া খুবই জরুরি।
কলকাতা: রঙের উৎসব মানেই ছোটদের একটু বেশি আনন্দের দিন। বড় থেকে ছোট প্রত্যেকেই এই উৎসবে মেতে ওঠেন। তারপরও ছোটরা বোধহয় একটু বেশিই এইদিনটায় আনন্দ করে। যদি গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলার কারণে উৎসব উদযাপনে কিছুটা কাটছাঁট করতে হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রঙের উৎসবে শিশুরা আনন্দে মেতে উঠলেও ওদের সুরক্ষার জন্য বেশ কিছু দিক মেনে চলা অত্যন্ত জরুরি। উৎসবের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শিশুদের রাখতে হবে চোখে চোখে। এই বিশেষ উৎসবে শিশুদের সুরক্ষিত রাখতে যে যে পদ্ধতিগুলো মেনে চলা দরকার, তা জেনে নেওয়া খুবই জরুরি।
১. বাড়ির খুদে সদস্যরা রঙের উৎসবে আরও পাঁচটা বাচ্চার সঙ্গে খেলায় মশগুল থাকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই দিন যেকোনও সময় কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই বাচ্চার সঙ্গে সঙ্গে থাকুন। ওদের একা ছেড়ে দেবেন না খেলার জন্য। কারণ হিসেবে তাঁদের মত, কেবলমাত্র দুর্ঘটনাই নয়, রঙের কারণে যেকোনও সময় ওদের ত্বকে অ্যালার্জি হতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। তাই ওদের সঙ্গে থাকা খুবই জরুরি।
২. বাচ্চাদের ত্বক অত্যন্ত কোমল হয়। তাই দোকান বাজার থেকে কেনা ক্ষতিকর কেমিকেল সম্পন্ন রং ব্যবহার না করতে দেওয়াই ভালো। এর থেকে বিভিন্ন ত্বকের সমস্য়া দেখা দিতে পারে। প্রয়োজনে বাড়িতে রং তৈরি করে নিন।
আরও পড়ুন - Holi 2022: রং খেলার আগে যে সাবধানতাগুলি মেনে চলবেন
৩. হোলির দিন জলভরা বেলুন নিয়ে ছোটরা প্রায়শই খেলে থাকে। কিন্তু মাথায় রাখতে হবে, জল ভরা বেলুন কারও গায়ে লাগলে তা বেশ বেদনাদায়কও বটে। তাই এই সমস্ত জিনিস ব্যবহার করতে না দেওয়াই ভলো ওদের জন্য।
৪. চোখে যাতে কোনওভাবে রং ঢুকে না যেতে পারে, তার জন্য বাচ্চাদের রং খেলার সময় সানগ্লাস পরিয়ে দিন। পাশাপাশি খেয়াল রাখতে হবে, রং লেগে থাকা হাত যেন ওরা কিছুতেই চোখে না দিয়ে ফেলে।
৫. রং খেলার সময় বাচ্চাদের পোশাকের দিকে নজর দেওয়া খুবই জরুরি। ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিলে ত্বকে রং লাগার সম্ভাবনা কম থাকে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )