Delhi Coronavirus : নয়ডায় গত এক সপ্তাহে ৪৪ জন শিশুর করোনা, স্কুলে পাঠানো দুশ্চিন্তার?
করোনার অতি সংক্রামক নতুন প্রজাতি এক্সই-কে ঘিরে যখন আতঙ্ক বাড়ছে, তখন নতুন উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ে। নয়ডায় গত এক সপ্তাহে ৪৪ জন শিশুর করোনায় আক্রান্ত
ঝিলম করঞ্জাই, কলকাতা : দেশে করোনার (Coronavirua) দাপট একেবারে নিম্নমুখী । সংক্রমণের হার স্থিতিশীল। তার মধ্যে হঠাতই রাজধানীতে বাড়তে শুরু করেছে করোনার (Coronavirus) প্রকোপ। বৃহস্পতিবার দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল গত ৪০ দিনে সর্বোচ্চ। গত এক সপ্তাহে দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ০.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় আড়াই শতাংশের কাছে পৌঁছে যায়! যদিও পরে তা কমেছে। কিন্তু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
করোনার অতি সংক্রামক নতুন প্রজাতি এক্সই-কে ঘিরে যখন আতঙ্ক বাড়ছে, তখন নতুন উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ে। আর সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, দিল্লিতে যখন করোনা বাড়ছে, তখন কলকাতার বিপদ কতটা? কারণ এখানেও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সব খুলে গিয়েছে।
' দিল্লির রেশ ধরে কলকাতাতেও আশঙ্কা থাকছেই'
করোনা মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহার করে নিয়েছে সরকার। মাস্ক পরা বা হাত স্যানিটাইজ করার অভ্যেসও ছেড়ে দিয়েছেন অনেকে। চিকিৎসকরা বলছেন, দিল্লির রেশ ধরে কলকাতাতেও আশঙ্কা থাকছেই।
মাইক্রো বায়োলজিস্ট সৌগত ঘোষ জানান, ' ব্যাপারটা সত্যিই উদ্বেগের। নতুন করে সারা বিশ্বে ছড়াচ্ছে। এখন সব ফ্লাইট খোলা। ফ্রি যাতায়াত চলছে। সেকেন্ড ওয়েভে ডেল্টা, ডেল্টা প্লাসের সময় দিল্লি থেকেই ছড়িয়েছিল। ফলে এখান থেকেও আশঙ্কার জায়গা থাকছে। নববর্ষে সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে। উদ্বেগ থেকেই যাচ্ছে।'
দিল্লিতে করোনার হঠাৎ বাড়বাড়ন্তে লাগাম পরাতে ফের মাস্ক বাধ্যতামূলক করার ভাবনাচিন্তা করছে কেজরিওয়াল সরকার। কলকাতায় কী হবে? চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন, দিল্লিতে আচমকা কোভিড আক্রান্তেক সংখ্যা বাড়ছে। উদ্বিগ্ন বিশেজ্ঞরা। কোভিড বিধি মেনে চলা, মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশনে জোর দিতে হবে। '
নয়ডায় গত এক সপ্তাহে ৪৪ জন শিশুর করোনায় আক্রান্ত
দিল্লি লাগোয়া নয়ডায় গত এক সপ্তাহে ৪৪ জন শিশুর করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রাজধানীর স্কুলগুলিতে নতুন গাইডলাইন প্রণয়নে জোর দেওয়া হচ্ছে। কলকাতাতেও পুরোদমে খুলে গিয়েছে সব স্কুল। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নিলেও মাস্ক পরার অভ্যেস বজায় রাখতে হবে ছোটদের। শিশুরোগ বিশেষজ্ঞ শান্তনু রায় জানালেন, ' কোভিড অবশ্যই আছে। দিল্লিতে বাচ্চাদের হচ্ছে। এটা চিন্তার। বাচ্চাদের মাস্ক পরতেই হবে। এতদিনের অভ্যেস ছেড়ে দেওয়া যাবে না।'
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )