Co-WIN Registration: Co-WIN অ্যাপে নাম নথিভুক্ত করা নিয়ে বড় ঘোষণা সরকারের
Co-WIN অ্যাপে নাম নথিভুক্ত করা নিয়ে সদ্যই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। একটি মোবাইল নম্বর দিয়ে এতদিন পর্যন্ত চারজনের নাম নথিভুক্ত করা যেত।
নয়াদিল্লি: এতদিন পর্যন্ত Co-WIN অ্যাপে একটি মোবাইল নম্বর দিয়ে চারজন সদস্যের নাম নথিভুক্ত করতে পারতেন। সদ্যই সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল যে, এবার থেকে Co-WIN অ্যাপে একটি মোবাইল নম্বর দিয়ে চারজনের পরিবর্তে ৬ জন সদস্যের নাম নথিভুক্ত করতে পারবেন।
Co-WIN অ্যাপে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার নিয়মে বদল নিয়ে আসল কেন্দ্রীয় সরকার। এবার একটি মোবাইল নম্বর দিয়েই নথিভুক্ত করতে পারবেন সর্বোচ্চ ৬জন ব্য়ক্তির নাম। Co-WIN অ্যাপে এবার নিজের টিকাকরণের স্টেটাস নিজেই সংশোধন করতে পারবেন।
কীভাবে Co-WIN অ্যাপে নাম রেজিস্টার করবেন?
১. প্রথমে cowin.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. এবার সাইন ইন কিংবা রেজিস্টার করার অপশনে গিয়ে মোবাইল নম্বর দিন।
৩. Get OTP অপশনে ক্লিক করুন।
৪. যে মোবাইল নম্বর দিয়েছেন, সেই মোবাইল নম্বরে দেখুন Co-WIN থেকে ওটিটি এসেছে।
৫. এবার ওটিপি দেওয়ার জায়গায় আপনার মোবাইলে আসা ওটিপি দিন।
৬. এবার প্রসিড করুন।
৭. প্রসিড করার পরই অন্য একটি পৃষ্ঠা খুলে যাবে।
৮. এবার নাম নথিভূক্ত করতে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। যেমন, নাম আধার নম্বর প্রভৃতি। চাওয়া প্রয়োজনীয় তথ্যগুলি সেখানে দিয়ে ফের প্রসিড করুন।
৯. এভাবেই একে একে ৬ জনের নাম নথিভূক্ত করতে পারবেন Co-WIN অ্যাপে।
করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ আসার পর থেকে প্রতিদিন সারা দেশে হু-হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন বহু মানুষ করোনা (Covid19) সংক্রমিত হচ্ছেন। করোনা সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে নয়া কোভিডবিধি চালুও হয়েছে। সঙ্গে আবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনও। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।
আরও পড়ুন - Immunity Weak Food: যে খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়
আরও পড়ুন - Cold, Flu vs COVID-19 Symptoms: সাধারণ ঠান্ডা লাগা, ফ্লু নাকি করোনা আক্রান্ত? বুঝবেন কীভাবে?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )