Nurses Day 2022: ১২ মে কেন পালিত হয় 'নার্স দিবস'?
Nurses Day: আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। তাই বিশ্বজুড়ে সকল নার্সকে শ্রদ্ধা জানাতে এই দিনটিই বেছে নেওয়া হয়েছে। সকল নার্সকে তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।
নয়াদিল্লি: আজ ১২ মে। এদিন সারা পৃথিবীজুড়ে পালিত হয় 'নার্স দিবস' (Nurses Day)। এদিনটিতে সকল নার্সকে তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। দিনটি উদযাপিত হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের (Florence Nightingale) কথা স্মরণ করে।
আন্তর্জাতিক 'নার্স দিবস'
আজ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। আর তাই বিশ্বজুড়ে সকল নার্সকে শ্রদ্ধা জানাতে এই দিনটিই বেছে নেওয়া হয়েছে। বিশেষ দিনটি 'আন্তর্জাতিক নার্স কাউন্সিল' দ্বারা নির্বাচিত হয়েছিল এবং ১৯৭৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। কিংবদন্তি ব্রিটিশ নার্স এবং সমাজ সংস্কারক ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি তাঁর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন নিজের জীবন, এই বিশেষ দিনের অনুপ্রেরণা। এই বছরে 'নার্স দিবস'-এর থিম হল, 'নার্সেস: এ ভয়েস টু লিড - নার্সিংয়ে বিনিয়োগ করুন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার অধিকারকে সম্মান করুন।' (Nurses: A Voice to Lead - Invest in Nursing and respect rights to secure global health)
কেন ১২ মে পালিত হয় 'নার্স দিবস'?
১৯৫৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের ডরোথি সাদারল্যান্ড অক্টোবরে 'নার্স দিবস' ঘোষণা করার জন্য তৎকালীন প্রেসিডেন্টের কাছে প্রস্তাব করেছিলেন। তবে প্রস্তাবটি অনুমোদিত হয়নি। এরপরে, ফ্রান্সেস পি. বোল্টন, ওহায়ও থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম মহিলা, জাতীয় নার্স সপ্তাহের জন্য একটি বিলও পেশ করেছিলেন। এর ঠিক ২০ বছর পরে, ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে, প্রেসিডেন্ট নিক্সন প্রতি বছর ৬ মে থেকে ১২ মে পর্যন্ত একটি 'জাতীয় নার্স সপ্তাহ' ঘোষণা করেন। একইসঙ্গে ১২ মে 'নার্স দিবস' হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
বিশ্বের অনেক হাসপাতাল ৬ মে থেকে ১২ মে পর্যন্ত 'আন্তর্জাতিক নার্স সপ্তাহ' পালন করা হয় এবং এর একটি অংশ হিসাবে যোগাসন সেশন, সেমিনার, ওয়েবিনার, প্রচার অভিযান, মজাদার খেলা ইত্যাদি সহ বিভিন্নভাবে উদযাপন চলে।
আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছাবার্তা
'আমি আমার এই সাফল্যকে সম্মান করি; আমি কোনও অজুহাত দিইনি বা নিইনি।' - ফ্লোরেন্স নাইটিঙ্গেল
'যত্ন, সেবা বা সাহায্য করার ইচ্ছার কারণে প্রত্যেক নার্স নার্সিংয়ের প্রতি আকৃষ্ট হন।' - ক্রিস্টিনা ফিস্ট হেইলমেয়ার
'নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হল অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা।' - মহাত্মা গাঁধী
'প্রায়শই আমরা একটু স্পর্শ, একটু হাসি, আন্তরিক কথা, শোনার জন্য কান, ভাল প্রশংসা, বা যত্ন নেওয়ার ক্ষুদ্রতম কাজের শক্তিকে অবহেলা করি; যার সবকটিতেই একটি জীবন বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।' - লিও বুস্কাগ্লিয়া
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )