Omicron Updates: বিপদ কাটেনি কোভিডের, সতর্ক হোন উপসর্গ দেখলেই
Omicron Updates: এক একজনের ক্ষেত্রে কোভিড সংক্রমণের উপসর্গ এক একরকম হচ্ছে। তবুও কিছু কিছু উপসর্গ দেখলে আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন।
নয়াদিল্লি: বারবার কোভিডের (covid) ঢেউয়ে জেরবার হয়েছে ভারত। কোভিড সংক্রমণ রুখতে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। সেই কাজে অনেকটাই এগিয়েছে ভারত। এর মধ্য়েই ওমিক্রনের ঢেউও এসেছে ভারতে। ২০২১-এর পর থেকে আপাতত দেশে নিম্নগামী কোভিড সংক্রমণের সংখ্যা। তবুও বিপদ যে কাটেনি তা বারবার মনে করিয়ে দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তো বটেই, টিকার (vaccine) বর্মকেও এড়াতে সক্ষম ওমিক্রন। যার ফলে কোভিডের জোড়া টিকা নেওয়া অনেকেই আক্রান্ত হয়েছেন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে।
ওমিক্রনের সঠিক উপসর্গ কী, তা নিয়ে এখনও রয়েছে ধন্দ। কারণ এক একজনের ক্ষেত্রে কোভিড সংক্রমণের উপসর্গ (symptoms) এক একরকম হচ্ছে। তবুও কিছু কিছু উপসর্গ দেখলে আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন।
সর্দির প্রকোপ
টিকা নেওয়া হোক বা না হোক, দুই ক্ষেত্রেই সর্দির (runny nose) উপসর্গ দেখা যায়। যদিও সর্দি একাধিক সমস্যার উপসর্গ হতে পারে, তবুও কোভিডের আবহে এই সমস্যার দিকে সতর্ক নজর রাখা প্রয়োজন। টিকা নেওয়া থাকলেও এই সমস্যা হলে সতর্ক হতে কোভিড পরীক্ষা করানো প্রয়োজন।
শুকনো কফের দাপট
বুকে কফ জমা বা কফ (cough) সংক্রান্ত নানা সমস্যাও কোভিড আক্রান্তদের ক্ষেত্রে দেখা যায়। কোভিড রোগীদের অনেকেই বুকে কফ জমে মারাত্মক অসুস্থ হয়েছেন। বয়স্কদের ক্ষেত্রে তো বটেই, যুবকদের মধ্যেও এই উপসর্গ দেখা গিয়েছে।
গলাব্যথার সমস্যা
কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় মারাত্মক হারে এই উপসর্গ লক্ষ্য করা গিয়েছে। টিকাকরণ হয়েছে এমন যাঁদের কোভিড সংক্রমণ হয়েছিল, তাঁদের অনেকের ক্ষেত্রেই গলাব্যথা (sore throat) বা গলা খুসখুস করার মতো উপসর্গ ছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে ওমিক্রন সংক্রমণের অন্যতম উপসর্গ হিসেবে দেখা গিয়েছে এটিকে।
প্রবল হাঁচি
টানা হাঁচির সমস্যাও অন্যতম উপসর্গ। অনেকক্ষেত্রে অ্যালার্জি বা সাধারণ ঠান্ডার থেকেও হাঁচি হতে পারে। যদিও ওমিক্রন ঢেউয়ের সময় কোভিড সংক্রমিত ব্যক্তিদের মধ্যে হাঁচির সমস্যা দেখা গিয়েছে। ফলে ঠান্ডা লেগে টানা হাঁচি হলে কোভিড নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।
মাথাব্যথা
যেকোনও সাধারণ জ্বর বা অন্য কোনও সংক্রমণের সময় রোগীর মাথাব্যাথা (headache) হয়ে থাকে। তবে ওমিক্রন সংক্রমিতদের মধ্যেও মাথাব্যথার প্রকোপ দেখা গিয়েছে। অনেকেই ভুগেছেন প্রবল মাথাব্যথাতেও। ফলে মাথাব্যথা হলে এবং অন্য উপসর্গ থাকলে সতর্ক হওয়া প্রয়োজন।
মাংসপেশিতে ব্যথা
এটাও ওমিক্রনের অন্যতম উপসর্গ। একটি সমীক্ষায় উঠে এসেছে, প্রতি ৩ জন কোভিড আক্রান্তের মধ্যে অন্তত একজনের ক্ষেত্রে মাংসপেশিতে প্রবল ব্যথা (musscle pain) হয়েছে। ১৬ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে এই সমস্যা বেশি লক্ষ্য করা গিয়েছে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন: দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও আজও তা হাজারের উপরে
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )