Long Covid : অবহেলায় ভয়ঙ্কর হতে পারে লং কোভিডের পরিণাম ! আপনি এই উপসর্গে ভুগছেন না তো?
Risk factors for long COVID : কোভিড পরবর্তী রোগে বেশি আক্রান্ত হচ্ছেন মহিলারা। লং কোভিডের কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে ?
Long Covid Symptoms : চিন, দক্ষিণ কোরিয়া, হংকং সহ বিভিন্ন দেশে নতুন করে ছড়াচ্ছে কোভিড আতঙ্ক। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, ভারতেও কি আছড়া পড়বে চতুর্থ ঢেউ? এরই মধ্যে আশঙ্কা বাড়াচ্ছে প্রতিবেশী দেশে লকডাউন। তারই মধ্যে কোভিড পরবর্তী রোগ নিয়ে সামনে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। কোভিড পরবর্তী রোগে বেশি আক্রান্ত হচ্ছেন মহিলারা। সেরে ওঠার এক মাস পরেও হচ্ছে মৃত্যু। হাইপারটেনশন, ডায়াবিটিসে যাঁরা ভুগছেন, তাঁদের ঝুঁকি সর্বাধিক। মেড আর্কাইভের রিপোর্টে ছড়াচ্ছে উদ্বেগ। লং কোভিডের কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে, তা নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন ডা. অর্পণ চক্রবর্তী ( ECMO Physician Consultant Cardiac Anesthesia and Critical Care )
বেলেঘাটা আইডি হাসপাতাল ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির তরফে করোনা পরবর্তী সিনড্রোম নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার তিনমাস পর্যন্ত বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, ক্লান্তি, অনিদ্রা-সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তবে মহিলা - পুরুষ ভেদে নন, সকলের ক্ষেত্রেই কিছু বিষয় নিয়ে সতর্কতা মেনে চলতে হবে বলে জানালেন ডা. চক্রবর্তী। দেখা যাচ্ছে করোনা নেগেটিভ হয়ে যাওয়ার পর কয়েকটি উপসর্গ নিয়ে অনেক রোগীই চিকিৎসকার দ্বারস্থ হচ্ছেন।
- বুক ধড়ফড়
- মাথা ঘুরে যাওয়া
- মাথা ঝিমঝিম করা
- কাটানো যাচ্ছে না ক্লান্তি
- যে কাজটি অয়ায়াসেই করতেন, তা করতে অনীহা লাগছে
- একটু পরেই বুক ধড়ফড় করছে
- কান পাতলেই যেন শোনা যাচ্ছে বুকের ধুকপুকানি
- কেউ হয়ত দীর্ঘদিন গন্ধ পাচ্ছেন না
- কারও কাশি চলতেই থাকছে
- সিঁড়ি দিয়ে উপর নীচ করলেই পাঁফ ধরছে।
- হজম হচ্ছে না সহজ ভাবে।
এই পোস্ট কোভিড সিম্পটম কিন্তু মারাত্মক জায়গায় যেতে পারে। কোভিড সারার পরও ফুসফুস পুরোপুরি সুস্থ হচ্ছে না অনেক সময়ই। বেশি পরিশ্রম করতে গেলেই সেটা টের পাওয়া যায়। মানুষ হাঁফিয়ে ওঠেন।
রিপোর্টে উল্লেখ, করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ৩৯ দিন পর আক্রান্তর মৃত্যু পর্যন্ত হয়েছে। মৃত্যুর হার ৩.৬৫ শতাংশ। এছাড়া, ২০-৪০ বছর বয়সিদের করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের হাইপারটেনশন বা ডায়াবিটিসের সমস্যা আছে, তাঁরাই আইসিইউ-তে ভর্তি ছিলেন। আন্তর্জাতিক মেডিক্যাল জার্নাল মেড আর্কাইভে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )