IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
India vs Australia live updates: ব্রিসবেনে ম্যাচের প্রথম দিন বৃষ্টির জেরে মাত্র ১৩.২ ওভারই খেলা সম্ভব হয়।
LIVE
Background
ব্রিসবেন: এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শুরুটাও অনেকটা সেভাবেই হয়েছিল। তবে বাধ সাধল বৃষ্টি। প্রবল বর্ষণে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) প্রথম দিনে মাত্র ১৩.২ ওভারই বল গড়ায়। কোন উইকেট না হারিয়েই অস্ট্রেলিয়া তাতে ২৮ রান তোলে।
সিরিজ় সমতায় দাঁড়িয়ে। এই টেস্টে জয় সিরিজ়ের দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। একদিকে যেখানে ২০২১ সালে গাব্বায় অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ করে ৩৩ বছরের অপরাজিত থাকার রেকর্ড ভাঙার পর আবারও জিততে মরিয়া হবে ভারত, সেখানে অস্ট্রেলিয়ার লক্ষ্য সেই হারের বদলা। তাই এক হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল। ব্যাট, বলের টান টান লড়াই দেখার আশায় ছিলেন সকল ক্রিকেটপ্রেমী। কত ভারতীয় ক্রিকেটপ্রেমী শীতের সক্কাল সক্কাল ঘুম থেকে পড়েছিলেন। কিন্তু তাঁদের হতাশা হয়েই দিনের শুরুটা করতে হল।
প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। দিনের শুরুর দিকে বৃষ্টির পূর্বাভাস ছিলই। কিন্তু বেলা বাড়লে পরিস্থিতি উন্নতির পূর্বাভাসও ছিল। তা আর হল কই! কালো করে আসল ব্রিসবেনের আকাশ। নিরন্তর চলল বৃষ্টি। মাঠের দিকে দিকে জমে জল। ব্রিসবেনের জলনিকাশি ব্যবস্থা খুবই উন্নত মানের। তবে যা বৃষ্টি হল তাতে এখানেও আর খেলা সম্ভবপর ছিল না। তাই অগত্যা দিনের খেলা বাতিলই করা হয়।
খেলা অবশ্য নির্ধারিত সময়েই শুরু হয়েছিল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। একাদশে দুই বদল করে মাঠে নেমেছিল ভারত। আকাশ দীপ ও রবীন্দ্র জাডেজাকে যথাক্রমে হর্ষিত রানা ও আর অশ্বিনের বদলে দলে নেওয়া হয়। আকাশ দীপ, মহম্মদ সিরাজরা বল হাতে শুরুটা ভালই করেন। একাধিকবার দুই অজ়ি ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকস্যুইনির ব্যাটের কিণারা দিয়ে একাধিক বল বের হয়। কিন্তু উইকেট আসেনি। ম্যাকস্যুইনি চার ও খাওয়াজা আপাতত ১৯ রানে অপরাজিত রয়েছেন।
IND vs AUS 3rd Test LIVE: দিনের খেলা শেষ
চারশো পার করে ফেলল অস্ট্রেলিয়া। শেষ হল দ্বিতীয় দিনের খেলা। গোটা সাত উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তুলল অজ়িরা। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪০৫/৭। ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক সাত রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন।
IND vs AUS 3rd Test: সপ্তম উইকেটের পতন
ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন মহম্মদ সিরাজ ২০ রানে প্যাট কামিন্সকে সাজঘরে ফেরালেন তিনি। ৩৮৫ রানে সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
IND vs AUS 3rd Test LIVE: ৫০ রানের পার্টনারশিপ
পরপর বুমরার তিন উইকেটে আশার আলো দেখেছিল ভারতীয় দল, যদি অস্ট্রেলিয়াকে ৩৫০ রানের মধ্যে বেঁধে রাখা যায়। তবে অ্যালেক্স ক্যারির আগ্রাসী ব্যাটিংয়ে ফের একবার তড়তড়িয়ে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ৯৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৭৮/৬। ক্যারি ৩৫ বলে ৩৩ ও কামিন্স ২৮ বলে ১৮ রানে ব্যাট করছে।
IND vs AUS 3rd Test: বুমরার পাঁচ উইকেট
বুম বুম বুমরা! একই ওভারে পাঁচ রানে মার্শ ও ১৫২ রানে হেডকে ফেরালেন বুমরা। পাঁচ উইকেট তুলে নিলেন ঝুলিতে। ৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
IND vs AUS 3rd Test LIVE: অবশেষে সাফল্য
ভারতকে সাফল্য এনে দিলেন সেই বুমরা। অবশেষে ভাঙল ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ। ১০১ রানে সাজঘরে ফিরলেন স্মিথ।