IND vs AUS Test Live: হেড, স্মিথের সেঞ্চুরি, শেষবেলায় ক্যারির আগ্রাসী ব্যাটিং, দ্বিতীয় দিনশেষে অজ়িদের স্কোর ৪০৫/৭
India vs Australia live updates: ব্রিসবেনে ম্যাচের প্রথম দিন বৃষ্টির জেরে মাত্র ১৩.২ ওভারই খেলা সম্ভব হয়।
LIVE

Background
IND vs AUS 3rd Test LIVE: দিনের খেলা শেষ
চারশো পার করে ফেলল অস্ট্রেলিয়া। শেষ হল দ্বিতীয় দিনের খেলা। গোটা সাত উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তুলল অজ়িরা। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪০৫/৭। ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক সাত রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন।
IND vs AUS 3rd Test: সপ্তম উইকেটের পতন
ম্যাচে নিজের প্রথম উইকেট পেলেন মহম্মদ সিরাজ ২০ রানে প্যাট কামিন্সকে সাজঘরে ফেরালেন তিনি। ৩৮৫ রানে সপ্তম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
IND vs AUS 3rd Test LIVE: ৫০ রানের পার্টনারশিপ
পরপর বুমরার তিন উইকেটে আশার আলো দেখেছিল ভারতীয় দল, যদি অস্ট্রেলিয়াকে ৩৫০ রানের মধ্যে বেঁধে রাখা যায়। তবে অ্যালেক্স ক্যারির আগ্রাসী ব্যাটিংয়ে ফের একবার তড়তড়িয়ে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ৯৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৭৮/৬। ক্যারি ৩৫ বলে ৩৩ ও কামিন্স ২৮ বলে ১৮ রানে ব্যাট করছে।
IND vs AUS 3rd Test: বুমরার পাঁচ উইকেট
বুম বুম বুমরা! একই ওভারে পাঁচ রানে মার্শ ও ১৫২ রানে হেডকে ফেরালেন বুমরা। পাঁচ উইকেট তুলে নিলেন ঝুলিতে। ৩২৭ রানে ষষ্ঠ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
IND vs AUS 3rd Test LIVE: অবশেষে সাফল্য
ভারতকে সাফল্য এনে দিলেন সেই বুমরা। অবশেষে ভাঙল ডাবল সেঞ্চুরির পার্টনারশিপ। ১০১ রানে সাজঘরে ফিরলেন স্মিথ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
