Sputnik Light on Omicron: ওমিক্রন রুখতে বেশি কার্যকর স্পুটনিক লাইট বুস্টার টিকা, দাবি রাশিয়ার
Sputnik Light on Omicron: ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যে বুস্টার টিকার (COVID Booster Dose) দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার ঘোষণায় স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে।
মস্কো: সকলকে চমকে দিয়ে প্রথম করোনা প্রতিরোধী টিকা (COVID-19 Vaccine) এনেছিল তারা। করোনার নয়া রূপ ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যে এ বার নয়া ঘোষণা রাশিয়ার। তাদের তৈরি একটি টিকা এবং তার বুস্টার টিকা স্পুটনিক লাইট (Sputnik Light) , ওমিক্রন (COVID Variant Omicron) রুখতে সবচেয়ে বেশি কার্যকরী বলে দাবি তাদের।
রাশিয়া (Russia) স্বাস্থ্যমন্ত্রকের গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট-এ (Gamaleya Research Institute) তৈরি হয়েছে স্পুটনিক লাইট।জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা ছাড়া, একমাত্র স্পুটনিকের একটি টিকাই করোনার বিরুদ্ধে কার্যকরী বলে স্বীকৃত।
ওমিক্রনের বিরুদ্ধে স্পুটনিক লাইটের কার্যকারিতা নিয়ে সম্প্রতি পরীক্ষা চালানো হয়। শুক্রবার তার রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে স্পুটনিক ভি টিকা (COVID Vaccine Sputnik V)। তার সঙ্গে স্পুটনিক লাইট বুস্টার টিকা নিলে তিন থেকে সাত গুণ বেশি কাজ হয়, প্রায় ৮০ শতাংশ।
1/5 BREAKING: #SputnikV induces robust neutralizing antibody response to #Omicron, further strengthened by Sputnik Light booster, performing 3-7x better than other (including mRNA) vaccines. Light’s efficacy vs Omicron expected ~80% after 2-3 months.
— Sputnik V (@sputnikvaccine) December 17, 2021
👇https://t.co/hwwFk8iHUT pic.twitter.com/4Xcexxpg1u
আরও পড়ুন: একটি সংক্রমণেই বোঝা যাবে আপনি ওমিক্রনে আক্রান্ত, কী সেই উপসর্গ?
এমআরএনএ (MRNA Technology) প্রযুক্তি ব্যবহার করে এবং অন্য উপায়ে এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে যত টিকা তৈরি হয়েছে, সবার চেয়ে স্পুটনিক ভি-র প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং ওমিক্রনের বিরুদ্ধে স্পুটনিক লাইট টিকা ৮০ শতাংশ কার্যকরী বলেও দাবি করে রাশিয়া।
ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যে বুস্টার টিকার (COVID Booster Dose) দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার ঘোষণায় স্বাভাবিক ভাবেই শোরগোল পড়ে গিয়েছে। রাশিয়া জানিয়েছে, করোনার বিরুদ্ধে যাঁরা স্পুটনিক ভি টিকা নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে স্পুটনিক লাইট বুস্টার টিকা বেশি কার্যকর। বুস্টার টিকা নেওয়ার ২-৩ মাস পর প্রতিরোধ ক্ষমতা সর্বোচ্চে পৌঁছয়। ফাইজার টিকা নিয়েছেন যাঁরা, তাঁদের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়বে ২৫ শতাংশ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )