Fig Health Benefits: ডুমুর জলে ভিজিয়ে খেলে কী কী উপকার পাবেন? শরীরের কোন কোন সমস্যা দূর হবে সহজে
Health Tips: ফাইবার সমৃদ্ধ হওয়ায় ডুমুর জলে ভিজিয়ে খেলে ওজন কমবে দ্রুত হারে। শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করবে জলে ভেজানো ডুমুর।

Fig Health Benefits: ডুমুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। ফল হিসেবে ডুমুর খাওয়া যায়। এছাড়াও অনেক বাড়িতে ডুমুর ভাজা, ডুমুরের তরকারি খাওয়ার চল রয়েছে। তবে ডুমুর জলে ভিজিয়ে রেখে খেতে পারলে উপকার সবচেয়ে বেশি। এক্ষেত্রে আপনি জলে ভিজিয়ে রাখা ডুমুর এবং যে জলে ডুমুর ভিজিয়ে রাখা হচ্ছে, দুটোই খাওয়া যেতে পারে। শরীর-স্বাস্থ্যের অনেক উপকার হবে। জেনে নিন, ডুমুর জলে ভিজিয়ে রেখে কী কী উপকার পাবেন।
- ডুমুর জলে ভিজিয়ে খেতে পারলে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগারের মাত্রা। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে ডুমুর খেতে পারেন জলে ভিজিয়ে রেখে। তবে ডায়াবেটিসের পরিমাণ অর্থাৎ ব্লাড সুগারের মাত্রা খুব বেশি হলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে দরকারে। আর ব্লাড সুগারের মাত্রা খুব বেশি হলে ডুমুর জলে ভিজিয়ে রেখে খাবেন কিনা, তাও চিকিৎসকের থেকে জেনে নেওয়া প্রয়োজন।
- ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। জলে ভিজিয়ে ডুমুর রোজই খেতে পারেন আপনি। তবে অল্প পরিমাণে খেতে হবে। বদহজমের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা নিয়মিত ডুমুর জলে ভিজিয়ে খেতে পারেন। রোজ জলে ভিজিয়ে ডুমুর খেলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যা এড়ানো সম্ভব। আর ফাইবার থাকায় ডুমুর জলে ভিজিয়ে রেখে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমবে। পেটও ভরে থাকবে জলে ভেজানো ডুমুর খেলে।
- ফাইবার সমৃদ্ধ হওয়ায় ডুমুর জলে ভিজিয়ে খেলে ওজন কমবে দ্রুত হারে। মেদ ঝরাতে অনেকেই অনেক ধরনের জিনিস খেয়ে থাকেন আজকাল। সেই তালিকায় জলে ভেজানো ডুমুর রাখতে পারেন। শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরাতে সাহায্য করবে জলে ভেজানো ডুমুর।
- ডুমুর ভেজানো জল খাওয়া ত্বকের স্বাস্থ্যের জন্যেও ভাল। ত্বককে নানা ভাবে রক্ষা করে এই পানীয়। প্রচুর ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে ডুমুরের মধ্যে। তাই এই ফল জলে ভিজিয়ে রেখে খেলে ত্বকের যাবতীয় কালচে ছোপ দূর হয়। ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনে।
- ডুমুর নিয়মিত খেতে পারলে বাড়বে শরীরের ইমিউনিটি। সহজে অসুস্থ হবেন না। সংক্রমণ হবে না চট করে। অতএব জলে ভিজিয়ে ডুমুর নিয়মিত খেলে সুস্থ থাকবেন আপনি।
আরও পড়ুন- খালি পেটে কাঁচা রসুন একটানা অনেকদিন খেলে কী কী সমস্যা হতে পারে শরীরে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















