Heart Block: হার্টে ব্লক বলতে আসলে কী বোঝায়? শরীরের কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনারও সমস্যা রয়েছে
Heart Health: হার্টে ব্লক থাকলে আচমকাই বেড়ে যেতে পারে হার্টবিট। কখনও মনে হতে পারে যেন একটা হার্টবিট মিস হল। এইসব সমস্যা হার্টে ব্লক থাকলে হয়।

Heart Block: হৃদযন্ত্রের একাধিক সমস্যার মধ্যে অন্যতম হল হার্টে ব্লক থাকা। হার্টে ব্লকেজ বলতে আসলে কী বোঝায়? এই সমস্যা থাকলে অনিয়মিত হার্টবিট বা হৃদস্পন্দন থাকে। কিংবা খুব ধীর গতিতে হৃদস্পন্দন পাওয়া যায়। হার্টে ব্লক রয়েছে কীভাবে বুঝতে পারবেন আপনি? এক্ষেত্রে উল্লেখ্য, আমাদের শরীরের কয়েকটি পরিচিত লক্ষণই জানান দেয় যে হার্টে ব্লক রয়েছে। এই সমস্ত লক্ষণ, উপসর্গ কী কী, দেখে নিন একনজরে।
হৃদযন্ত্রের অন্যতম সমস্যা হল হার্টের ভেন বা শিরায় ব্লক থাকা। আপনার হার্টের ভেনে ব্লক রয়েছে সেটা বুঝবেন কীভাবে? কয়েকটি সাধারণ উপসর্গ রয়েছে যেগুলি শরীরে দেখা দিলে বুঝতে হবে আপনার হার্টে ব্লক রয়েছে। সেগুলি কী কী লক্ষণ, জেনে নিন।
- হার্টে ব্লক থাকলে বুকে চিনচিনে ব্যথা, জ্বালা ভাব, চাপ ভাব অনুভূত হবে। কাজ করার সময় কিংবা বিশ্রামের সময়, দু'ক্ষেত্রেই দেখা যেতে পারে। বুকে একটা জমাট ভাব অনুভূত হতে পারে হার্টে ব্লক থাকলে।
- হার্টে ব্লক থাকলে সঠিক ভাবে রক্ত পৌঁছয় না। তার ফলে শ্বাসকষ্টের তীব্র সমস্যা দেখা দিতে পারে। সামান্য কিছু কাজ করলেই শ্বাসকষ্ট হতে পারে। সামান্য পরিশ্রম করলেই মারাত্মক ভাবে হাঁপ ধরে যেতে পারে।
- হার্টে ব্লক থাকলে সঠিক ভাবে অক্সিজেন পৌঁছতে পারে না। তার ফলে সারাক্ষণ ক্লান্তি, ঝিমানি ভাব দেখা যায়। সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে যাবেন আপনি। অতএব ক্লান্ত, অবসন্ন ভাব সারাক্ষণ থাকলে অবহেলা করবেন না।
- হার্টে ব্লক থাকলে আচমকাই বেড়ে যেতে পারে হার্টবিট। কখনও মনে হতে পারে যেন একটা হার্টবিট মিস হল। এইসব সমস্যা হার্টে ব্লক থাকলে হয়।
- হার্ট অ্যাটাক হোক বা হার্ট ব্লক, বুকের পাশাপাশি হাত, ঘাড়, কাঁধ, পিঠে যন্ত্রণা হতে পারে, যাকে আমরা মাসল পেন বলে ভুল করি। অতএব শরীরের উল্লিখিত অংশগুলোয় ব্যথা হলে অবহেলা করবেন না।
- হার্টে ব্লক থাকলে আপনার পায়ে সমস্যা দেখা দিতে পারে। পায়ের পাতা কিংবা গোড়ালির অংশ ফুলে যেতে পারে। তার ফলে পা ভারী হয়ে যাবে, পায়ে ব্যথাও হতে পারে।
- হার্টে ব্লক থাকলে ঘাম হতে পারে আচমকাই। আবহাওয়া হয়তো গরম নয়, তাও হঠাৎ করে ঘামতে পারেন আপনি। শরীর অস্বস্তি অনুভূত হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















