এক্সপ্লোর
মাছ-মাংস খান না? খাদ্যতালিকায় অবশ্যই থাকুক সয়াবিন
আমিষ থেকে নিরীমিশাষি, প্রায় সবারই খাদ্যতালিকায় প্রিয় খাবারের তালিকায় থাকে সয়াবিন। রিসার্চ বলছে, কেবল সুস্বাদু নয়, ছোট্ট সয়াবিন নাকি গুণে ঠাসা। শরীর স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধেও সক্ষম সয়াবিন। আসুন জেনে নিই গুণাগুণ।

নয়াদিল্লি: আমিষ থেকে নিরীমিশাষি, প্রায় সবারই খাদ্যতালিকায় প্রিয় খাবারের তালিকায় থাকে সয়াবিন। রিসার্চ বলছে, কেবল সুস্বাদু নয়, ছোট্ট সয়াবিন নাকি গুণে ঠাসা। শরীর স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধেও সক্ষম সয়াবিন। আসুন জেনে নিই গুণাগুণ।
- প্রচুর ফাইবার
- ভিটামিন, মিনারেল, ফলিক অ্যাডিড যুক্ত
- রোগ প্রতিরোধক
- নিরামিষ কিন্তু পুষ্টিকর
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















