Shershaah promotions: শেরশাহ মুক্তির আগে প্রোমোশনে ঝড় তুললেন কিয়ারা, নয়া লুকে মোহময়ী অভিনেত্রী
একরঙা লেহেঙ্গাতে তাঁকে অসম্ভব সুন্দর লাগছিল, এমনটাই জানিয়েছেন অনুরাগীরা। একা লখানির স্টাইল করা একটি বেল্ট ড্রেসে কিয়ারা একেবারেই অভিনব।
![Shershaah promotions: শেরশাহ মুক্তির আগে প্রোমোশনে ঝড় তুললেন কিয়ারা, নয়া লুকে মোহময়ী অভিনেত্রী Shershaah promotions: Kiara Advani is amping things up, one look at a time, know in details Shershaah promotions: শেরশাহ মুক্তির আগে প্রোমোশনে ঝড় তুললেন কিয়ারা, নয়া লুকে মোহময়ী অভিনেত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/f8c14c09737ebeb8bd07a7b1856d5f5f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মলহোত্রার অভিনীত শেরশাহ ছবির মুক্তির আগে প্রোমোশনে ব্যস্ত নায়ক-নায়িকা সকলেই। নানা রকমের, নয়া উপায়ে এই ছবির প্রোমোশন করছেন কিয়ারা-সিদ্ধার্থ। নায়কের থেকেও নজর কাড়লেন নায়িকাই। অবশ্যই তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য। বেশ কিছু নতুন ড্রেসে ও লুকে নেট দুনিয়ায়া সেনসেশন ছড়িয়েছেন অভিনেত্রী।
প্রথম একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় তিনি JJ Valaya-র একটি পোশাকে মোহময়ী। একরঙা লেহেঙ্গাতে তাঁকে অসম্ভব সুন্দর লাগছিল, এমনটাই জানিয়েছেন অনুরাগীরা। একা লখানির স্টাইল করা একটি বেল্ট ড্রেসে কিয়ারা একেবারেই অভিনব। একটি খোঁপা, ছোট্ট টিপ, চোখে কাজল দিয়ে তিনি যেন স্বয়ং সম্পূর্ণা।
কিয়ারার পরবর্তী ছবি 'শেরশাহ' ১২ অগাস্ট মুক্তি পাচ্ছে ডিজিট্যাল প্ল্যাটফর্মে। 'শেরশাহ' ছবিতে তাঁর বিপরীতে এবং মুখ্য চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা। 'শেরশাহ' ছবির ট্রেলার লঞ্চের দিন অফ হোয়াইট শাড়িতে নজর কেড়েছিলেন নায়িকা। পোস্ট করেছিলেন সেই ছবিও।
সম্প্রতি পনিটেলে একটি অন্য লুকেও দেখা যায় কিয়ারা আদবানিকে। সেখানে অভিনেত্রী একেবারেই সামার লুকে। একটি মভ কালারের ড্রেসে ভিন্ন লুকে ধরা দেন শেরশাহ-অভিনেত্রী। 'শেরশাহ' ছাড়াও কিয়ারাকে এরপর দেখা যাবে 'যুগ যুগ জিও' ও 'ভুল ভুলইয়া ২'-তে। কিয়ারাকে ভুল ভুলাইয়া ২ তে কার্তি আরিয়ানের বিপরীতে দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে ওই সিনেমা আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নানান ছবি পোস্ট করে থাকেন কিয়ারা। কিছুদিন আগেই নতুন ফটোশ্যুটে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডবানি। সবুজ শাড়িতে আকর্ষনীয় লেগেছে কবীর সিংহ সিনেমার অভিনেত্রীকে। শাড়ির সঙ্গে ছিল মানানসই চুড়ি। সবুজ শাড়ির সঙ্গে কিয়ারা পরেছিলেন ফ্লোরাল ব্লাউজ। হাতে চুড়ি ছাড়াও কানে ছিল ঝুমকো। আর ন্যুড মেকাপ সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
শেরশাহ ছবির মুক্তির শেষ মুহুর্তের প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিনেমার প্রিমিয়ার ১২ অগাস্ট। সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তাঁকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)