Travel Tips: সোলো ট্রিপে যাচ্ছেন? কোন কোন জিনিস অতি অবশ্যই সঙ্গে রাখবেন দেখে নিন
Solo Trip: একা বেড়াতে যেতেই ভালবাসেন। সঙ্গের ব্যাগে থাকুক কয়েকটি দরকারি জিনিস। সেগুলো কী কী দেখে নিন।

Travel Tips: আপনি কি বেড়াতে (Travel) যেতে ভালবাসেন? কিন্তু দলবেঁধে বেড়ানো পছন্দ নয় আপনার। বরং নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই ‘সোলো ট্রিপ’ (Solo Trip) আপনার পছন্দের তালিকায় শীর্ষে থাকে। কিন্তু এই সোলো ট্রিপের ক্ষেত্রে বেশ কিছু বিষয় অতি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। নাহলে হয়তো সফরের মাঝে বিপদে পড়তে পারেন আপনি। সোলো ট্রিপে গেলে তাই কী কী করবেন আর কী কী করবেন না সেদিকে খেয়াল রাখুন।
ডেস্টিনেশন- যে জায়গায় বেড়াতে যাচ্ছেন ভাল করে সেই এলাকা সম্পর্কে জেনে বুঝে নিন। আশপাশে কী কী দেখার জায়গা আছে তা জেনে নিয়ে ট্যুর প্ল্যান করুন। গাড়ির প্রয়োজন হলে আগে থেকেই তার ব্যবস্থা নিন। এর পাশাপাশি হোটেলও আগাম বুকিং করে রাখুন।
ওষুধপত্র- একা বেড়াতে গেলে সঙ্গে ওষুধপত্র সঠিক ভাবে রাখা সবচেয়ে বেশি প্রয়োজনে। কারণ জেনে রাখবেন অজানা অচেনা জায়গায় অসুস্থ হলেও আপনি একা থাকবেন। অতএব ঠিক করে ওষুধপত্র গুছিয়ে নিন। প্রয়োজনে একটা আলাদা ব্যাগ বা পাউচ রাখুন ওষুধের। নিয়মিত যদি কোনও ওষুধ খান যেমন- সুগার, প্রেশার এইসবের জন্য, তাহলে সেই সমস্ত ওষুধ সবার আগে গুছিয়ে নিন।
রোড ট্রিপ- যদি একা একা রোড ট্রিপে যান এবং সফরসঙ্গী হয় আপনার নিজের গাড়ি, তাহলে জ্বালানির দিকে অতি অবশ্যই নজর দিতে হবে। ঠিকভাবে তেল ভরে নিন গাড়িতে। রাস্তায় যেন তেলের ঘাটতি না পড়ে সেদিকে নজর রাখা উচিত। গাড়ি বা বাইকের সঠিক কাগজপত্র রাখুন সঙ্গে।
টুকিটাকি সরঞ্জাম- ফোনের চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক- সহ অসংখ্য ছোটখাটো সরঞ্জাম একটি ছোট ব্যাগে ভরে তারপর নিজের বড় লাগেছে ভরুন। এর জেরে ওই পাউচ ব্যাগের ভিতর হাজার জিনিসের মধ্যে থাকলেও হারিয়ে যাবে না। চট করে খুঁজে পাওয়া সম্ভব সজকেই। এছাড়াও টিস্যু পেপার, রুমাল, সেফটিপিন… অর্থাৎ নিত্য প্রয়োজনের একদম টুকিটাকি জিনিস সঙ্গে রাখুন।
প্রসাধনী- বেড়াতে গেলে একটু সাজগোজ না করলে কী চলে? তাই ব্যাগে রাখুন ছোটখাটো প্রসাধনী সামগ্রী। মূলত- কাজল, আই-লাইনার, লিপস্টিক, ওয়েট টিস্যু পেপার, ফেস পাউডার, ছোটখাটো দুল, একটার পরিবর্তে অন্তত দুটো চিরুনি, একটু বেশি সংখ্যক ক্লিপ, বডি স্প্রে--- এগুলো রাখতে পারেন।
আরও পড়ুন- হঠাৎ ঘাম ? বিগড়োচ্ছে মেজাজ? সময়ের আগেই মেনোপজের দিকে এগোচ্ছেন না তো ?






















