Vastu Tips: মিটবে অর্থকষ্ট! বাস্তুর এই নিয়ম মেনে সাজাতে পারেন ঘর
Vastu For Home 2023: বাস্তু মেনে নিজের ঘর পরিবার সাজিয়ে তুলুন। ঘুচবে সকল দুঃখ-অশান্তি।
কলকাতা: আপনার বাড়িকে গুছিয়ে তুলুন বাস্তু মেনে। সংসার থেকে দূর হবে অশান্তি, মিটবে অর্থ কষ্ট। মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে পরিবারে। অনেক ক্ষেত্রেই বাস্তু দোষের কারণে সংসারে অশান্তি নেমে আসে। অর্থকষ্ট দেখা দেয়। অমঙ্গলের ছায়া পড়ে পরিবারে। তাই নতুন বছরে বাস্তু মেনে নিজের ঘর পরিবার সাজিয়ে তুলুন। ঘুচবে সকল দুঃখ-অশান্তি।
গৃহে সুখ শান্তি প্রবেশের দ্বার হল বাড়ির সদর দরজা। বাস্তু মতে বাড়ির প্রধান দরজা দিয়েই পজিটিভ এনার্জি প্রবেশ করে আপনার বাড়িতে। তাই বাড়ির সদর দরজা করার চেষ্টা করুণ দক্ষিণ দিকে। কিংবা দক্ষিণ পূর্ব দিকে। এবং বাড়ির রান্নাঘর হওয়া দরকার উত্তর পূর্ব দিকে।
পরিবারের ধন-সম্পদ বৃদ্ধিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে বাস্তু শাস্ত্র। যে আলমারি কিংবা লকারে টাকা পয়সা, সোনা-দানা রাখছেন তা বাড়ির দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। আরও একটি গুরুত্বপূর্ণ টিপস টাকা, পয়সার আলমারি কিংবা লকারের উলটো দিকে আয়না রাখলে ধন-সম্পদ আকৃষ্ট হবে আরও বেশি করে। অর্থ দ্বিগুণ করে এই আয়না।
আরও পড়ুন, ভয়ঙ্কর কাটবে ২০২৩? বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী কী বলছে?
শৌখিন মাছ ঘর শুদ্ধ করে। তাই বাস্তু মেনে বাড়ির উত্তর-পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখুন। যা আপনার বাড়িতে সুখ-শান্তি বৃদ্ধি করবে। তবে অবশ্যই সময়ে সময়ে সেই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে হবে। সপরিবারের সুখি ছবি টাঙান বাড়ির উত্তর-পূর্ব দিকে। আপনার পরিবারে সুখ বজায় থাকবে সর্বদা।
নতুন বছরে প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের লোকজনের সুস্বাস্থ্যের কামনা করছি। তাই পরিবারের সুস্বাস্থ্যের জন্যে কিছু বাস্তু টিপস অনুসরণ করুণ। দক্ষিণ দিকে মাথা করে ঘুমান। বিছানার উলটো দিকে আয়না রাখবেন না। তা আপনার পরিবারে অসুস্থতা ডেকে আনে। বাড়িতে যদি কেউ অসুস্থ হয় তাহলে বাস্তু মনে সেই ঘরে একটি জ্বলন্ত মোমবাতি রাখুন। রোগ সারবে দ্রুত।