Weight Loss Tips: ওজন কমাতে নিয়মিত শরীরচর্চা জরুরি, সঙ্গে রাখুন 'হেলদি ডিটক্স ড্রিঙ্ক', ম্যাজিক হবে অল্প দিনেই
Weight Loss Detox Drinks: ওজন কমাতে চাইলে বেশ কিছু নিয়ম প্রতিদিনের জীবনে মেনে চলা প্রয়োজন। তাহলেই দ্রুত ঝরবে মেদ। কোন কোন পানীয় নিয়মিত খেতে পারলে আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যাবে, জেনে নিন।

Weight Loss Tips: ওজন নিয়ন্ত্রণে রাখা সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে ফেলতে পারলে আপনি সুস্থ থাকবেন। ওজন কমাতে আপনার কত কিছুই না খেয়ে থাকি। তবে কয়েকটি পানীয় রয়েছে, যেগুলি নিয়মিত খেতে পারলে শরীরে জমা অতিরিক্ত মেদ ঝরবে এবং ওজন থাকবে নিয়ন্ত্রণে। আপনার শরীর-স্বাস্থ্য থাকবে ঝরঝরে। আপনি একদম সুস্থ-চাঙ্গা থাকবেন।
ওজন কমাতে চাইলে বেশ কিছু নিয়ম প্রতিদিনের জীবনে মেনে চলা প্রয়োজন। তাহলেই দ্রুত ঝরবে মেদ। ফিট থাকবেন আপনি। কোন কোন পানীয় নিয়মিত খেতে পারলে আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যাবে, জেনে নিন। তবে এর সঙ্গে নিয়মিত শরীরচর্চা করাও কিন্তু ভীষণভাবে জরুরি। তাই সেই দিকেও নজর দিতে হবে।
- হাল্কা গরম জলে পাতিলেবুর রস মিশিয়ে রোজ সকালে খালি পেটে খেতে পারলে অল্পদিনেই ফল পাবেন হাতেনাতে। হাল্কা গরম জলে পাতিলেবুর রস এবং মধু মিশিয়ে রোজ সকালে খালি পেটে খেলে ওজন কমার পাশাপাশি বদহজমের সমস্যাও দূর হবে। তবে একটানা অনেকদিন এই পানীয় না খাওয়াই শরীরের পক্ষে ভাল। অ্যাসিডিটি, গ্যাস, পেটের সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে।
- জিরে ভেজানো জল নিয়মিত খেতে পারলে ওজন কমবে খুব তাড়াতাড়ি। এক্ষেত্রে কাঁচা জিরে ব্যবহার করা উচিত। যেদিন খাবেন তার আগের রাতে জিরে জলে ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে খেয়ে নিন। কাচের পাত্রে জলের মধ্যে জিরে ভেজানো ভাল। জিরে ভেজনাও জল ভাল করে ছেঁকে খেতে হবে।
- অ্যাপেল সিডার ভিনিগার নিয়মিত খেতে পারলে খুব অল্প সময়েই আপনার অতিরিক্ত ওজন কমে যাবে। তবে এই পানীয় সামান্য পরিমাণে খাওয়া উচিত। অ্যাপেল সিডার ভিনিগার বেশি পরিমাণে খেয়ে ফেললে পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধানে থাকুন।
- ওজন কমাতে দারুণ ভাবে সাহায্য করে শসা। টক দইয়ের সঙ্গে শসা মিশিয়ে রোজ খেতে পারলে আরও অনেক উপকার পাবেন। এছাড়াও শসা, পাতিলেবুর রস সাধারণ তাপমাত্রার জলে মিশিয়ে একটি ডিটক্স ওয়াটার তৈরি করে খেলে অল্পদিনেই কমবে ওজন। ফল হিসেবেও রোজ একটা শসা খেতে পারেন আপনি। পেটও ভরবে। শরীর হাইড্রেটেড থাকবে। এর পাশাপাশি ঝরাবে মেদও। ওজন কমাবে এই ফল।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















