আসছে আরও ১০ রাফাল, কয়েকটি মোতায়েন করা হবে হাসিমারায়
সরকারি সূত্রে আরও খবর, এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষেই ৭-৮ টি রাফাল ও সেগুলির ট্রেনার ভার্সন ভারতে পৌঁছতে পারে। এই দশটি যুদ্ধবিমান এলে ভারতীয় বায়ুসেনার সম্ভারে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে যাবে।
নয়াদিল্লি: ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়েছে যুদ্ধবিমান রাফাল।চিনের ওপর নজর রাখতে রাফাল ব্যবহার করছে ভারত। এরইমধ্যে ভারতীয় বায়ুসেনার অস্ত্রসম্ভারে খুব শীঘ্রই অন্তর্ভূক্ত হতে চলেছে আরও ১০ টি রাফাল যুদ্ধবিমান। সরকারি সূত্রের খবর, আগামী ২-৩ দিনের মধ্যেই আরও তিনটি রাফাল যুদ্ধবিমান ভারতে পৌঁছবে।
সরকারি সূত্রে আরও খবর, এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষেই ৭-৮ টি রাফাল ও সেগুলির ট্রেনার ভার্সন ভারতে পৌঁছতে পারে। এই দশটি যুদ্ধবিমান এলে ভারতীয় বায়ুসেনার সম্ভারে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে যাবে। এখনও পর্যন্ত ১১ টি রাফাল ভারতে রয়েছে এবং আরও ১০ টি এলে এই যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে হবে ২১।
উল্লেখ্য, ভারত ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কিনেছে। এরমধ্যে ১১ টি ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। সেগুলি পঞ্জাবের অম্বালায় গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অংশ। জানা গেছে, আরও যে ১০ রাফাল যুদ্ধবিমান আসছে, সেগুলি আম্বালায় থাকবে। এরমধ্যে কয়েকটি রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে।
জানা গেছে, এবার যে রাফাল বিমানগুলি আসছে, তার মধ্যে কয়েকটিকে পশ্চিমবঙ্গের হাসিমারায় মোতায়েন করা হবে। হাসিমারায় এজন্য স্কোয়াড্রন তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। উত্তরবঙ্গের চিন-ভুটান ট্রাইজাংশনের কাছে হাসিমারায় এই যুদ্ধবিমানগুলি মোতায়েন রাখা হবে।চিনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত রাফাল যুদ্ধবিমানগুলিকে চিনের ওপর নজরজারি কাজে ব্যবহার করছে। এরমধ্যে নতুন বিমানগুলি এই কাজে আরও সহায়ক হবে।
উল্লেখ্য, প্রথম দফায় পাঁচটি রাফাল ভারতে পৌঁছেছিল গত বছরের ২৮ জুলাই এবং আনুষ্ঠানিকভাবে সেগুলি বায়ুসেনার অস্ত্রসম্ভারে অন্তর্ভূক্ত করা হয়েছিল ১০ সেপ্টেম্বর।
দ্বিতীয় দফায় রাফাল ফাইটার জেট পৌঁছেছিল নভেম্বরে। দুই ইঞ্জিন সম্পন্ন রাফাল যুদ্ধবিমান ভূমি ও সমুদ্রে হানা, আকাশ পথে প্রতিরক্ষা ও আকাশ পথে আধিপত্য, পর্যবক্ষণ ও পরমাণু আক্রমণের মতো বিভিন্ন লক্ষ্যপূরণে সক্ষম।
সরকারি সূত্রের খবর, আগামী মঙ্গল ও বুধবারের মধ্যেই ভারতে পৌঁছে যেতে পারে আরও তিনটি যুদ্ধবিমান। এরপর এপ্রিলের দ্বিতীয়ার্ধে পৌঁছতে পারে আরও ৭-৮ টি রাফাল।