Birthday Cake Mishap: জন্মদিনের কেক খেয়েই মৃত্যু? ১০ বছরের একরত্তির প্রাণ কাড়ল কী?
Girl Died After Eating Cake: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছিলও ওই পরিবারের তরফে। সেখানেই দেখা যায় পরিবারের বাকিদের সঙ্গে কেক কাটছে মানভি।
পঞ্জাব: বাড়ির মেয়ের জন্মদিন। তার ইচ্ছেমতো তার পছন্দের কেক আনাতে হবে, এ মন ইচ্ছে ছিল বছর দশেকের ওই মেয়ের। কিন্তু সেই কেকই যে এমন বিপদ বয়ে আনবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি পঞ্জাবের পাতিয়ালার ছোট্ট পরিবারটি। অভিযোগ, ওই কেক (Food Poisoning) খেয়ে বিষক্রিয়ার কারণে মারা গিয়েছে বছর দশেকের মানভি। অসুস্থ তার বাবা-মা এবং আরও এক বোন। সোশ্যাল মিডিয়ায় (Viral in Social Media) একটি ভিডিও শেয়ার করা হয়েছিলও ওই পরিবারের তরফে। সেখানেই দেখা যায় পরিবারের বাকিদের সঙ্গে কেক কাটছে মানভি। পরিবারের দাবি, মানভির মৃত্যুর কয়েকঘণ্টা আগে সেই ছবি তোলা হয়েছিল।
ঘটনাটি চলতি বছরের ২৪ মার্চের। পাতিয়ালার বাসিন্দা ওই পরিবারের মেয়ে মানভির জন্মদিন ছিল সেদিন। তার পছন্দের একটি কেক অর্ডার করা হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ২৪ মার্চ সন্ধে সাতটা নাগাদ মানভি ওই কেক কাটে। তারপরে ওই দিনই রাত ১০টা নাগাদ পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের অন্য এক সদস্য জানিয়েছেন, কেক (Death After Eating Cake) খাওয়ার কিছুক্ষণ পর থেকেই পরিবারের সবচেয়ে ছোট দুই সদস্য- ওই দুই বোন বমি করতে শুরু করে। সেই সময় নাকি মানভি বারবার জল খেয়ে চেয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট সূত্রের খবর, মানভির প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল বলে জানিয়েছিল সে। বারবার জল খেয়ে তারপর ঘুমোতে চলে যায় সে। কিন্তু রাতভর তার স্বাস্থ্য়ের আরও অবনতি হয়। পরদিন সকালেই তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করা সত্ত্বেও শেষ পর্যন্ত মারা যায় ছোট্ট মানভি।
পরিবারের অভিযোগ, যে বেকারির থেকে ওই কেক অর্ডার করা হয়েছিল। সেটা বিষাক্ত ছিল, সেখান থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে, আর সেই কারণেই মৃত্যু হয়েছে মানভির।
পরিবারের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনায় ওই বেকারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মৃতদেহের ময়না-তদন্ত করা হয়েছে। ওই কেকের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপাতত পরবর্তী রিপোর্ট এলে তার উপর ভিত্তি করে বাকি পদক্ষেপ হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যের স্বাস্থ্য বিভাগের কাছে এই ঘটনায় কড়া পদক্ষেপ দাবি করেছে পরিবার।
আরও পড়ুন: বঙ্গে বাম-কংগ্রেসের জোটে ঘোঁট! কোচবিহারে প্রার্থী প্রত্যাহার করল না কংগ্রেস