Opposition MPs Suspended:সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর অধিবেশনের বাকি মেয়াদ সাসপেন্ড ডেরেক-সহ ১৫ বিরোধী সাংসদ
Parliament Winter Session:সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদ সাসপেন্ড করা হল ১৫ জন বিরোধী সাংসদকে। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ৯ জন কংগ্রেসের, দু'জন সিপিএম, এক জন সিপিআই এবং দু'জন ডিএমকে-র।
নয়াদিল্লি: সংসদের কাজকর্মে বিঘ্ন ঘটানোর জন্য শীতকালীন অধিবেশনের (Winter Session 2023) বাকি মেয়াদ সাসপেন্ড করা হল ১৫ জন বিরোধী সাংসদকে (15 Opposition MPs Suspended) । সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে ৯ জন কংগ্রেসের, দু'জন সিপিএম, এক জন সিপিআই এবং দু'জন ডিএমকে-র।
বিশদ...
বৃহস্পতিবার সকালে ৫ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করতে প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। গত কাল নতুন সংসদ ভবনে যা ঘটেছে, তা নিয়ে তুমুল আলোড়নের মধ্যেই এদিন অধিবেশন শুরু হয়েছিল। পরিষদীয় মন্ত্রীর প্রস্তাবে কংগ্রেস সাংসদ টিএন প্রথপন, হিবি ইডেন, জ্যোতিমণি, রাম্যা হরিদাস এবং ডিন কুরিয়াকোস কুর্যাকোসকে শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদ সাসপেন্ড করার কথা বলা হয়। গত কাল নিরাপত্তার কড়া বেষ্টনী ভেঙে নতুন সংসদ ভবনে হানাদারির ঘটনার পর তীব্র শোরগোল শুরু হয়েছে। সংসদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। পাশাপাশি, বিজেপি সাংসদ প্রতাপ সিমহার বিরুদ্ধে তদন্তেরও দাবি জানানো হয়। উল্লেখ্য, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বিজেপি সাংসদ সিমহার সুপারিশেই দুই 'বহিরাগত'-কে লোকসভায় প্রবেশের 'পাস' দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরে প্রতাপ সিমহার বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। গত কালের ঘটনা নিয়ে বিরোধীদের তুমুল শোরগোলের পর এদিন লোকসভার অধিবেশন মুলতুবি করা হয়। পরে 'বিশৃঙ্খলতার জন্য' মোট ১৫ জনকে সাসপেন্ড করেন লোকসভার স্পিকার। সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় ডিএমকে-র কানিমোঝি করুণানিধি থেকে শুরু করে কংগ্রেসের মানিক্কম টেগোর রয়েছেন।
হট্টগোল...
বুধবারের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে 'গোয়েন্দাতথ্য়ের ব্যর্থতার' অভিযোগ এনে তুমুল শোরগোল শুরু করেন বিরোধীরা। এদিন লোকসভায় তীব্র হইচই হয়। সংসদ চত্বরের নিরাপত্তার দায়িত্ব লোকসভার সচিবালয়ের, এই কথা বলে মাঝে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন অধ্যক্ষ। কিন্তু তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তুমুল হট্টগোলের জন্য প্রথমে, দুপুর ২টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। এর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। তার পরই লোকসভায় ১৪ জন এবং রাজ্য়সভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২২ ডিসেম্বর শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা। এই বাকি মেয়াদটি ১৫ জন সাংসদ সাসপেন্ড থাকবেন।
আরও পড়ুন:এবার কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্ক, মথুরার শাহি ইদগাহ মসজিদ জরিপে সায় আদালতের