এক্সপ্লোর
Advertisement
লকডাউনে মদ মিলছে না, নেল পালিশ রিমুভার, আফটারশেভ লোশন, স্যানিটাইজার গিলে মৃত ২!
সরকারি অফিসারদের কাছে তাঁর বাবা পানাসক্ত ছিলেন, কিন্তু লকডাউনে মদ না মেলায় অস্থির হয়ে ওঠেন বলে জানিয়েছেন মৃত মঙ্গতরামের ছেলে কবীন্দ্র শর্মা।
গাজিয়াবাদ: মদের নেশা এমন চাগাড় দিয়ে উঠল যে হাতের কাছে তা না পেয়ে নেল পালিশ রিমুভার, আফটারশেভ লোশন, এমনকী স্যানিটাইজার গিলে প্রাণ গেল দুজনের! দুজনেরই মদ না হলে চলে না। ওদের সঙ্গেই অ্যালকোহলে তৈরি এসব ক্ষতিকর জিনিসপত্র খেয়েছিল আরও একজন। সে হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় চিকিত্সাধীন। মঙ্গতরাম শর্মা (৬০) ও কৃষ্ণ পাল ওরফে পালির (৪০) এসব পান করেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান প্রশাসনের এক কর্তার।
রবিবার রাতের ঘটনার পর সোমবার গাজিয়াবাদের মোদিনগর থানার অধীন বাখারওয়া গ্রামে যান জেলাশাসক অজয় শঙ্কর পান্ডে ও এসএসপি কলানিধি নৈথানি।
সরকারি অফিসারদের কাছে তাঁর বাবা পানাসক্ত ছিলেন, কিন্তু লকডাউনে মদ না মেলায় অস্থির হয়ে ওঠেন বলে জানিয়েছেন মৃত মঙ্গতরামের ছেলে কবীন্দ্র শর্মা। পালি অ্যালকোহলে তৈরি নেল পালিশ তোলার তরল রিমুভার, আফটারশেভ লোশন, স্যানিটাইজার নিয়ে এলে বিপিন ওরফে হেডলে জাতও যোগ দেয়। সবাই মিলে সেগুলি খায়। তিনজনকেই অসুস্থ অবস্থায় হাসপাতালে নিতে হয়। সেখানে মারা যায় দুজন। মেরঠের বেসরকারি হাসপাতালে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদেহগুলির ময়না তদন্ত হবে।তারপরই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement