এক্সপ্লোর
বর্ধমানের অন্ডালে দামোদরে তলিয়ে গেলেন ৪ তরুণ
ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের অন্ডালে দামোদর নদ থেকে জল নিতে গিয়ে সাতসকালে তলিয়ে গেলেন চার তরুণ। অন্ডালের শ্রীরামপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ সকালে শিবের পুজোর জন্য জল নিতে দামোদরের কুঠিরডাঙা ঘাটে যান দুর্গাপুরের গোপালমাঠের বাসিন্দা পাঁচ তরুণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জল নিতে নেমে তলিয়ে যান চারজন। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলেও বর্ষায় টইটম্বুর দামোদরে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















