এক্সপ্লোর
পাকিস্তানের পেশোয়ারে মাদ্রাসায় বিস্ফোরণ, হত অন্তত ৭, জখম ৭০-এর বেশি
অজ্ঞাতপরিচয় লোকজন একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক ভরে মসজিদে রেখে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রকাশ। তবে এতে কাদের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ইসলামাবাদ: পাকিস্তানের পেশোয়ারে ইসলামি শিক্ষাকেন্দ্রে বিস্ফোরণে হত কমপক্ষে ৭জন। জখম ৭০ এর ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক পুলিশকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সের খবর, পাকিস্তানের উত্তর পশ্চিমের পেশোয়ারে জামিয়া জুবেইরিয়া মসজিদের মূল ভবনে এক মাদ্রাসায় জনৈক মৌলবি ইসলামের শিক্ষার ওপর ভাষণ দিচ্ছিলেন মঙ্গলবার সকালে। আচমকা বিস্ফোরণে প্রচুর লোক হতাহত হন। জখম লোকজনকে লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়। সেখানকার এক মুখপাত্র সাত মৃত ও কম পক্ষে ৭০ জখম লোকজনকে আনা হয়েছে বলে জানিয়েছেন। অজ্ঞাতপরিচয় লোকজন একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক ভরে মসজিদে রেখে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তে প্রকাশ। তবে এতে কাদের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ পশ্চিমের কোয়েটা শহরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যুর দুদিন বাদে পেশোয়ারের নাশকতা ঘটল। সকাল সাড়ে আটটায় বিস্ফোরণ হয় বলে খবর। পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ আলি খান বলেছেন, পড়ুয়ারা কোরান পড়ছিল। তখনই বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৫-৬কেজি বিস্ফোরণ ব্যবহার করা হয়েছে। কেউ একজন এখানে এসে বিস্ফোরকভর্তি ব্যাগ রেখে যায়। প্রাদেশিক পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বাহিনীর প্রধান সাফাকত মালিক জানিয়েছেন, ওই বিস্ফোরক বেশ উন্নত মানের ছিল, টাইমার ডিভাইস ছিল তাতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















