পেট থেকে বেরোল ৮ কেজির দুটি টিউমার, রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল মহিলার
আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, মহিলার ডিম্বাশয়ে ২টি বড় টিউমার রয়েছে...
রায়গঞ্জ (উত্তর দিনাজপুর): একদিকে করোনার বিরুদ্ধে লড়াই। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার। জেলার সরকারি হাসপাতালেই সফল অস্ত্রোপচারে প্রাণরক্ষা রোগীর। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বেরোল ৮ কেজির দুটি টিউমার।
রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা জ্যোৎস্না মোহন্ত। একাধিক চিকিৎসককে দেখানোর পর সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে, তাঁর ডিম্বাশয়ে ২টি বড় টিউমার রয়েছে।
এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বৃহস্পতিবার অস্ত্রোপচার হয়। বের করা হয় ২টি টিউমার। যার ওজন প্রায় আট কেজি।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ দিলীপ পাল বলেন, রোগী সুস্থ আছেন। রায়গঞ্জ মেডিক্যালে এধরনের অস্ত্রোপচার এই প্রথম। রোগীর মেয়ে জয়া মোহন্ত জানান, মা ভাল আছেন, সকলেই খুব খুশি।