তেল আভিভ: ইজরায়েলের (Israel) রাজধানী তেল আভিভের (Tel Aviv) দক্ষিণ প্রান্তে অবস্থিত জাফা (Jaffa) এলাকায় দুই জঙ্গির (gunmen attack)  বন্দুক ও ছুরি নিয়ে হামলার ফলে মৃত্যু হল আটজনের। অন্যদিকে হামলাকারী দুই জঙ্গিকেও খতম করেছে ইজরায়েলের পুলিশ।


আরও পড়ুন: Hassan Nasrallah Dead: ইজরায়েলি হামলায় নিহত হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা, মধ্যরাতে মুহুর্মুহু বোমাবর্ষণে ধ্বংসস্তূপ লেবানন


ইজরায়েলের পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ তেল আভিভের জাফা এলাকায় আচমকা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালায় কমপক্ষে দুই জঙ্গি। জনবহুল এলাকায় দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ছুরি নিয়েও চড়াও হয় একাধিক জনের ওপর। এর ফলে আটজনের মৃত্যু হয় এবং জখম হন আর বেশ কয়েকজন।


আরও পড়ুন: China Missile Launch: আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চিন, ভারতের একেবারে নাকের ডগায়, ড্রাগনের গতিবিধিতে বাড়ছে উদ্বেগ


ইজরায়েলের সংবাদ সংস্থা টাইমস অফ ইজরায়েল সূত্রে জানা গেছে, সন্ত্রাসবাদী ওই হামলাটি ঘটেছে লাইট রেল স্টেশনের কাছে অবস্থিত জেরুজালেম স্ট্রিটে। ইজরায়েলের এমডিএ অ্যাম্বুল্যান্স সার্ভিসের তরফে জানানো হয়েছে তাদের কাছে ইজরায়েলের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা এক মিনিটে খবর আসে যে জেরুজালেম স্ট্রিটে সন্ত্রাসবাদী হামলা হয়েছে। এর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন আরও কয়েকজন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনের চিকিৎসা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় থাকা কয়েকজনকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে হয়েছে।


আরও পড়ুন: Anura Kumara Dissanayaka: দ্বীপরাষ্ট্রে পালাবদল! শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি পদে বিপুল জয় বামপন্থী প্রার্থীর


ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাইফেল নিয়ে দুই জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাচ্ছে আর সাধারণ মানুষ নিজেদের বাঁচানোর জন্য রাস্তার ওপর শুয়ে পড়েছেন। 


প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে একাধিক মিসাইল ছোঁড়ে ইরান। তেহরানের দাবি, লেবাননে থাকা তাদের সঙ্গী হেজবোল্লার সর্বোচ্চ নেতা শেখ হাসান নাসরাল্লার হত্যার বদলা হিসেবেই ইজরায়েলে মিসাইল হামলা চালিয়েছে তারা। যদিও ইরানের মিসাইল হামলার পরেও লেবাননের নিজেদের অভিযান বন্ধ করেনি ইজরায়েল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Lebanon Pager Explosions: লেবাননে পেজার বিস্ফোরণে যুক্ত ভারতীয় যুবক? তদন্তে চাঞ্চল্যকর তথ্য, খোঁজ পাচ্ছে না পরিবার