SIR Controversy: SIR-এ আধার কার্ড গ্রহণ করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court: বিহার SIR-এ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, অভিযোগ কপিল সিব্বলের

কলকাতা: SIR-এ আধার কার্ড গ্রহণ করতেই হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ SIR সক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে ১২তম নথি হিসেবে গ্রহণ করতেই হবে আধার কার্ড। আধার কার্ডের বৈধতা যাচাই করতে পারবে নির্বাচন কমিশন। নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না আধার কার্ড। তবে, বিহারের SIR সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
আজ, কপিল সিব্বল অভিযোগ করেন, বিহার SIR-এ সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। আজ মামলা চলাকালীন কপিল সিব্বল বলেন, 'সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও আধারকে মান্যতা দেওয়া হচ্ছে না। BLO-রা আধার কার্ড নিচ্ছেন না, মৌখিক নির্দেশ দিয়েছে বিহার CEO অফিস। যে সব BLO আধার কার্ড নিয়েছেন, তাঁদের শো কজ করা হয়েছে'। এদিন কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, 'নির্বাচন কমিশন যা করছে, সেটা সঠিক নয়। আধার বৈধ কিনা, তা নির্ধারণ করা দরকার'। এই সওয়াল শুনে এদিন বিচারপতি বলেন, 'আমরা বুঝতে পারছি না, কেন বারবার আধারে জোর দিচ্ছেন? আপনি কি বলতে চান যে আধার নাগরিকত্বের প্রমাণ?'
অন্যদিকে, নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নির্বাচনী প্রক্রিয়ার আগে করা উচিত, এমনটাই মনে করছে দেশের জনগণ। সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। বিধানসভা নির্বাচনের আগে, ভারতের নির্বাচন কমিশন (ECI) বিহারের ভোটার তালিকা থেকে সমস্ত ত্রুটি অপসারণের জন্য একটি বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রচার চালাচ্ছে। যে কারণে বিহারে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং সমস্ত বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহার SIR সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলছেন।
ইন্ডিয়া টুডে-সি ভোটার মুড অফ দ্য নেশন সার্ভেতে দেখা গিয়েছে, অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিশ্বাস করেন যে নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নির্বাচনী প্রক্রিয়া সুরক্ষিত করার জন্য করা হচ্ছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৮% উত্তরদাতা বলেছেন যে সংশোধনীটি কেবল নাগরিকদের ভোট নিশ্চিত করার জন্য। তবে, ১৭% মনে করেন যে এটি ক্ষমতাসীন দলকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে, যেখানে ১২% এটি লাগু করার সময়কে সন্দেহজনক বলে মনে করেছেন।
ইন্ডিয়া টুডে-সিভোটার মুড অফ দ্য নেশন (এমওটিএন) সমীক্ষাটি ১ জুলাই থেকে ১৪ আগস্ট, ২০২৫ সালের মধ্যে সার্ভে হয়েছিল, যেখানে সমস্ত লোকসভা আসনের ৫৪ হাজার ৭৮৮ জন ব্যক্তির উপর সার্ভে করা হয়েছিল। সি ভোটারের নিয়মিত ট্র্যাকার ডেটা থেকে অতিরিক্ত ১ লক্ষ ৫২ হাজার ৩৮ জনের সাক্ষাৎকারও বিশ্লেষণ করা হয়েছিল। সুতরাং, এই এমওটিএন রিপোর্টের জন্য মোট ২ লক্ষ ৬ হাজার ৮২৬ জন উত্তরদাতার মতামত বিবেচনা করা হয়েছিল।






















