এক্সপ্লোর
Advertisement
ফের ক্ষমাপ্রার্থনা অক্ষয় ঠাকুরের, পবনের কিউরেটিভ পিটিশনের শুনানি সোমবার, ফাঁসি নিয়ে জটিলতা জারি
এই মামলায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়েই চলেছে।
নয়াদিল্লি: নির্ভয়া মামলায় অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফের জটিলতা তৈরি হল। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ক্ষমার আর্জি খারিজ করে দিলেও, ফের একই আবেদন জানিয়েছে সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুর। তার দাবি, আগের আবেদনে সব তথ্য ছিল না।
অন্যদিকে, অপর এক সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্ত যে কিউরেটিভ পিটিশন দাখিল করেছে, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে তার শুনানি হবে। ফলে মঙ্গলবার ফাঁসির সাজা কার্যকর হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফের পিছিয়ে যেতে পারে ফাঁসি।
2012 Delhi gangrape case: One of the convicts, Akshay has moved mercy petition claiming that his earlier petition that was dismissed did not have all the facts. pic.twitter.com/RArzA5mUjZ
— ANI (@ANI) February 29, 2020
এর আগে আইনি জটিলতায় দু’বার পিছিয়ে গিয়েছে ফাঁসি। নির্ভয়ার পরিবারের অভিযোগ, দোষী সাব্যস্ত হওয়া চারজন নানা বাহানায় বারবার ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন মহল থেকে দ্রুত সাজা কার্যকরের দাবি উঠেছে। কিন্তু তারপরেও আইনি জটিলতা অব্যাহত। পবন এতদিন কিউরেটিভ পিটিশন দাখিল করেনি। গতকাল সে এই আর্জি জানিয়েছে। অক্ষয়ও ফের ক্ষমাপ্রার্থনা জানাল। ফলে এই মামলায় বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয়েই চলেছে।
Supreme Court's five-judge bench, headed by Justice N V Ramana, to hear on Monday the curative petition filed by Pawan Kumar Gupta, one of the four death row convicts in the 2012 Delhi gangrape case. Pawan has sought to commute his death sentence to life imprisonment. pic.twitter.com/Vs83a2tlDb
— ANI (@ANI) February 29, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement