এক্সপ্লোর
মাল্য-চোকসি ছাড়াও গত ৫ বছরে দেশ ছেড়েছেন ২৭ ঋণখেলাপি

নয়াদিল্লি: আর্থিক দুর্নীতির কারণে বেশ কয়েকমাস ধরে আলোচনার কেন্দ্রে বিজয় মাল্য, নীরব মোদি, মেহুল চোকসি, এই নামগুলো। তবে সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, শুধু মাল্য-চোকসিরা নয়, ঋণখেলাপি ব্যবসায়ীদের তালিকায় আছে আরও ২৭ জন, যারা আইনের ফাঁস আলগা করতে দেশ ছেড়েছেন গত ৫ বছরে। সংসদে অর্থ প্রতিমন্ত্রী শিব প্রতাপ শুক্লা শুক্রবার এই তথ্য পেশ করেন। তিনি জানান, ইন্টারপোলকে তালিকাভুক্ত ২০ জনের বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করতে বলা হয়েছে। তাদের ৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই রেড কর্ণার নোটিশ জারি করা হয়েছে। ৬ জনকে প্রত্যর্পণের জন্য চিঠিও পাঠানো হয়েছে। ইডি-র তথ্য অনুসারে, পিএনবি থেকে প্রায় ১৩ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা শোধ না করেই বেপাত্তা হয়েছিলেন নীরব। একই মামলায় নীরবের মামা মেহুল চোক্সীও ফেরার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















