এক্সপ্লোর
Advertisement
অবিকল রেপ্লিকা বানিয়ে দিল্লি বিমানবন্দরে জন্মদিন পালনের আমন্ত্রণ পেল ৯ বছরের আবীর মাগু
১০ জুন ছেলেটির জন্মদিন। সেদিন তাকে বিমানবন্দরে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়েছেন সিইও বিধে কুমার জয়পুরীয়ার।
নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের রেপ্লিকা বানিয়ে সেখানেই দশম জন্মদিন পালনের আমন্ত্রণ পেল পঞ্চম শ্রেণির ছাত্র আবীর মাগু। ১০ জুন ছেলেটির জন্মদিন। সেদিন তাকে বিমানবন্দরে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়েছেন সিইও বিধে কুমার জয়পুরীয়ার।
এই আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত আবীর। সে জানিয়েছে, ‘আমি জন্মদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার এবারের জন্মদিনই সেরা হতে চলেছে। আমি দিল্লি বিমানবন্দরের প্রতিটি কোণ ঘুরে দেখব।’
Delhi: 9-yr-old Abeer Magoo, to celebrate his 10th birthday at IGI airport, after he made a model of airport, says, "I worked for 21 hours non-stop to make this model. The Airport CEO has invited me for a tour. I will visit each part of the airport on my birthday. I'm excited." pic.twitter.com/HnbJO0lQxg
— ANI (@ANI) June 4, 2019
বিমানবন্দরের রেপ্লিকা তৈরি প্রসঙ্গে আবীর জানিয়েছে, ‘আমি একবার বাবা-মার সঙ্গে বিমানে মুম্বই যাচ্ছিলাম। তখন পাইলটকে কেবিনে যেতে দেখি। খুব কাছ থেকে ককপিটও দেখতে পাই। সেসব দেখে আমার খুব আনন্দ হয়েছিল। এরপর থেকেই ছোট ছোট বিমান জমানো শুরু করি। দিল্লি বিমানবন্দরের রেপ্লিকা তৈরি করার জন্য গুগল ম্যাপের সাহায্য নিই। এছাড়া আমার কাছে এয়ারবাস ও বোয়িং বিমানগুলির মডেল ছিল। রেপ্লিকা তৈরি করতে আমার ২১ ঘণ্টা সময় লেগেছে।’
Thank you @DelhiAirport. A little message from Abeer Magoo✈️ pic.twitter.com/nLlNxvswD1
— Amit Agarwal (@AmitAgarwal22) May 29, 2019
আবীরের বাবা অনুরাগ জানিয়েছেন, ‘আমার ছেলের কাছে ১৫০-২০০ বিমানের ক্ষুদ্র সংস্করণ আছে। ব্যবসার জন্য আমাকে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয়। যখন যেখানে যাই, সেখান থেকে ছেলের জন্য ছোট বিমান নিয়ে আসি। বিমান ছাড়া ও আর কিছু চায় না। রেপ্লিকা ও নিজেই তৈরি করেছে।’
What a fabulous project by your nephew, Amit. Seems to be a certified #avgeek like all of us already with the right mix of narrowbodies and widebodies on our gates. Thank you for sharing this ✈️😀https://t.co/oCxfqf3ivr
— Delhi Airport (@DelhiAirport) May 19, 2019
আবীরের মা শ্বেতা জানিয়েছেন, ‘ছেলের জন্য আমি গর্বিত। ওর স্কুলের সব শিক্ষকই আমাকে অভিনন্দন জানাচ্ছেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement