Aadhaar PVC Copy: খোলা বাজার থেকে পিভিসি আধারের প্রিন্ট নিয়ে ব্যবহার করবেন না, সতর্কবার্তা ইউআইডিএআই-এর
UIDAI: আধারের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আধারের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এবার আধার নিয়ে সতর্কবার্তা দিল ইউআইডিএআই। খোলা বাজারে পিভিসি আধার কপি নিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হল।
নয়াদিল্লি: আধার নিয়ে আজ বড় ঘোষণা করল ইউআইডিএআই। আজ সকালে ট্যুইট করে জানানো হয়েছে, ‘আমরা খোলা বাজার থেকে পিভিসি আধার কপির প্রিন্ট করে ব্যবহার করা থেকে নিরুৎসাহিত করছি। কারণ, এই ধরনের প্রিন্টে সুরক্ষা থাকে না। আপনারা ৫০ টাকা খরচ করেই পিভিসি আধার কার্ড পেতে পারেন। অর্ডার দেওয়ার জন্য -এ ক্লিক করুন।’ eaadhaar.uidai.gov.in/genricPVC
আধার সেবা কেন্দ্র থেকেই আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন বা নতুন আধারের জন্য আবেদন করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁরা যে আধার কার্ড ব্যবহার করছেন, সেটা আসল কি না, সেটাও পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ইউআইডিএআই-এর ওয়েবসাইটেই আধারের বৈধতা যাচাই করা যায়।
ইউআইডিএআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ যদি ঠিকানা বদল করেন, তাহলে কোনও সমস্যা নেই। সহজেই আধারে নতুন ঠিকানা যুক্ত করা যাবে। এর জন্য প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://uidai.gov.in/-এ যেতে হবে। এরপর যেতে হবে ‘মাই আধার’ অপশনে। এরপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে প্রথমে ঠিকানা পরিবর্তন, তারপর আধার আপডেটের অপশন আসবে। এরপর দিতে হবে আধার নম্বর। এরপর আধারের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিতে হবে। শেষে ঠিকানা বদল সংক্রান্ত নথি আপলোড করতে হবে। তাহলেই আধারের সঙ্গে নতুন ঠিকানা যুক্ত হয়ে যাবে।
ভারতীয় নাগরিকদের কাছে আধার এখন অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি। এটি অন্যতম পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্রও বটে। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, নানা পরিষেবা পেতেও লাগে আধার। সেই কারণে আধার নিয়ে সতর্ক ইউআইডিএআই। আধার যাতে নকল না হয়, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। আধারের তথ্য যাতে সুরক্ষিত থাকে, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেই কারণেই পিভিসি আধার নিয়ে আজ নাগরিকদের সতর্ক করে দেওয়া হল।