ABP C Voter Survey: অমিত শাহ প্রচারে ঝাঁপিয়েছেন, উত্তরপ্রদেশে লাভবান হবে বিজেপি? কী বলছে জনমত সমীক্ষা?
UP Election 2022: করোনা আবহেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সব দলই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে এই ভোট গুরুত্বপূর্ণ।
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। ২৩ জানুয়ারি তাঁকে কয়েকজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা যায়। তিনি এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে বিজেপি-কে জেতানোর জন্য ভোটারদের কাছে আবেদন জানান। উত্তরপ্রদেশে আর একবার বিজেপি-কে ক্ষমতায় আনার আবেদন জানান তিনি।
উত্তরপ্রদেশে ভোটের আগে এভাবে অমিত শাহের প্রচারে কতটা সুবিধা পাবে বিজেপি? এবিপি সি ভোটার এ বিষয়ে সমীক্ষা চালিয়েছে। ভোটারদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, অমিত শাহের প্রচারের ফলে বিজেপি-র সুবিধা হবে না এর ফলে কোনও লাভই হবে না? সমীক্ষায় ৪৯ শতাংশ মানুষ জানিয়েছেন, অমিত শাহের এই প্রচারের ফলে লাভ হবে। ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন, অমিত শাহের প্রচারে কোনও সুবিধা পাবে না বিজেপি। ১৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
বিজেপি-র প্রাক্তন সভাপতি অমিত শাহ জাতীয় রাজনীতিতে চাণক্য হিসেবে পরিচিত। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০-র মধ্যে ৭৮টি আসন পেয়েছিল বিজেপি। রাজনৈতিক মহলে শোনা যায়, এই বিপুল সাফল্যের পিছনে অমিত শাহের বড় ভূমিকা ছিল। তাই উত্তরপ্রদেশে এবারের ভোটের আগে তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়ায় সাফল্যের বিষয়ে আশাবাদী গেরুয়া শিবির।
আজ মথুরায় প্রচারে যান অমিত শাহ। তিনি একযোগে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করে বলেন, ‘নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই উত্তরপ্রদেশে প্রকৃত উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। বিজেপি কোনও একটি জাত বা ধর্মের মানুষের জন্য কাজ করে না, সবার জন্য কাজ করে। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল সপা ও বসপা। ওরা জাতপাতের রাজনীতি এবং স্বজনপোষণ করেছে। তাই সপা বা বসপা-কে আর সুযোগ দেওয়া উচিত নয়। উন্নয়নের জন্য বিজেপি-কেই আরও একবার সুযোগ দিতে হবে।’