এক্সপ্লোর
গণপিটুনি নিয়ে মোদিকে চিঠির জেরে ফোনে কৌশিক সেনকে 'খুনের হুমকি'
গণ হিংসার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বিশিষ্টদের একাংশ। ওই চিঠি স্বাক্ষকারীদের মধ্যে অন্যতম অভিনেতা কৌশিক সেন। এরপর তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

কলকাতা: গণ হিংসার ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বিশিষ্টদের একাংশ। ওই চিঠি স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম অভিনেতা কৌশিক সেন। এরপর তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কৌশিক সেন বলেছেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ওই ফোন নম্বর পুলিশের কাছে পাঠানোও হয়েছে। কৌশিক বৃহস্পতিবার বলেছেন, গতকাল একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করা হয়। গণপিটুনি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ না করা হলে তাঁকে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। মুখ বন্ধ না করলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন কৌশিক। কৌশিক বলেছেন, তাঁর এ ধরনের হুমকি নিয়ে তাঁর মাথাব্যাথা নেই। এই ফোনের বিষয়টি তিনি চিঠির অন্যান্য স্বাক্ষরকারীদেরও জানিয়েছেন এবং ওই ফোন নম্বরটিও দিয়েছেন। চলচ্চিত্র পরিচালক, লেখক, অভিনেতা সহ ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে সম্প্রতি দেশে গণহিংসা ও গণপিটুনি নিয়ে উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছিলেন। তাঁরা চিঠিতে খেদ প্রকাশ করে লিখেছিলেন যে, ‘জয় শ্রীরাম’ বর্তমানে ‘উস্কানিমূলক রণহুঙ্কারে পর্যবসিত হয়েছে, যা আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি করছে এবং গণপিটুনির মতো ঘটনা ঘটছে’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















